বাংলাহান্ট ডেস্ক : একদিকে যখন টিআরপির অভাবে মাত্র কয়েক মাসেই বন্ধ হচ্ছে একের পর এক ধারাবাহিক, সেখানেই আবার উলটো ছবিও ধরা পড়ছে বিভিন্ন চ্যানেলে। মেগা সিরিয়ালের (Serial) সংজ্ঞা বদলে দিয়ে কয়েক মাস হতে না হতেই ফুরিয়ে যাচ্ছে একাধিক সিরিয়াল। কয়েকটির মেয়াদ তো মোটে থাকছে ৩-৪ মাস। সেখানেই আবার ব্যতিক্রমী হয়ে তিন চার বছর টেনে দিচ্ছে কিছু কিছু মেগা সিরিয়াল (Serial)।
পুরনো হয়েও জনপ্রিয়তা রয়েছে এই সিরিয়ালের (Serial)
জি বাংলা থেকে স্টার জলসা, দুই চ্যানেলেই এমন একাধিক ধারাবাহিক (Serial)রয়েছে যা বিগত দু বছরেরও বেশি সময় ধরে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে কয়েকটির টিআরপি কমলেও কিছু কিছু ধারাবাহিক (Serial) বছরের পর বছর ধরে বজায় রেখেছে জনপ্রিয়তা। এমনকি নতুন দের টেক্কা দিয়ে কার্যত ঝুলি ভরে নম্বর তুলছে এই সিরিয়ালগুলি।
নতুন নায়কের এন্ট্রি: প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকায় চোখ রাখলেই বেশ মালুম পড়ে কারা এগিয়ে রয়েছে আর কারা পিছিয়ে পড়ছে। জি বাংলার পুরনো সিরিয়ালগুলির (Serial) মধ্যে অন্যতম পুরনো মেগা ‘জগদ্ধাত্রী’। দু বছরেরও বেশি সময় ধরে চলছে এই ধারাবাহিক। কিন্তু টিআরপিতে পতন নেই। মাঝে কিছুটা পিছিয়ে পড়লেও গল্পে লিপ আসতেই ফের চড়চড়িয়ে বেড়েছে নম্বর। আর এবার ফের নতুন নায়কের এন্ট্রি হল গল্পে।
আরো পড়ুন : সব দোষ হাসিনার! বাংলাদেশে অশান্তির দায় ঝেড়ে ফেলতে ভারতকে বিশেষ বার্তা ইউনূসের
কে যোগ দিলেন সিরিয়ালে: গল্পে লিপ নেওয়ার পর গুঞ্জন শোনা যাচ্ছিল নতুন নায়ক পা রাখতে পারেন সিরিয়ালে। তবে স্বয়ম্ভূ ওরফে অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি থাকছেন সিরিয়ালে (Serial)। এমতাবস্থায় দুর্গার নায়কের এন্ট্রির গুঞ্জন শোনা যাচ্ছিল। নতুন অভিনেতা পা রাখলেন বটে, তবে দুর্গার নয়, কাঁকনের নায়ক হয়ে।
আরো পড়ুন : “তোরা আমাকে বাঁচতে দিলি না…”, ছাত্রদলের নেতার হাতে হেনস্থা! চরম সিদ্ধান্ত বাংলাদেশের হিন্দু তরুণীর
জগদ্ধাত্রী সিরিয়ালে যোগ দিলেন অভিনেতা সায়ন্ত মোদক। সম্প্রতি দেখানো হয়েছে, কাঁকনের বিয়ের প্রস্তুতি চলছে। আর সেই জন্যই সম্বন্ধ দেখতে এসেছে ছেলের পরিবার। সেখানেই কাঁকনের হবু বর হিসেবে দেখা যাবে সায়ন্তকে। তাঁর সঙ্গে গল্পের মোড় কোনদিকে ঘোরে সেটাই দেখার অপেক্ষা।