বাংলাহান্ট ডেস্ক : নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি (Delhi Election) জয় করল বিজেপি। মোদী সরকারের তৃতীয় বারেই রাজধানীতে উড়ল গেরুয়া পতাকা। আর তারপরেই কার্যত হুড়োহুড়ি পড়ে গেল দিল্লি সরকারের সচিবালয়ে। শনিবার রাতেই জারি হয়ে গিয়েছে নির্দেশিকা। নথিপত্র আগলাতে, বাড়তি নিরাপত্তার জন্য একগুচ্ছ নির্দেশ জারি করা হয়েছে।
দিল্লিতে (Delhi Election) ক্ষমতায় এসেই কড়া বিজেপি
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শনিবার দিল্লিতে (Delhi Election) ক্ষমতায় এসেছে বিজেপি। আর রবিবার থেকেই শুরু হয়ে গেল ‘অ্যাকশন’। দিল্লি (Delhi Election) সচিবালয় থেকে যেন কোনো নথি না সরানো হয়, অনুমতি ছাড়া যেন কেউ কোনো নথিতে হাত না দেয়, এমনকি অনুমতি ছাড়া সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি হয়েছে। কী কী লেখা হয়েছে শনিবারের নির্দেশিকায়?
কী নির্দেশিকা জারি হল: দিল্লি সরকারের (Delhi Election) সচিবালয়ের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অর্থাৎ জিএডির এর জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, দফতর থেকে কোনো ফাইল, নথি, কম্পিউটার, হার্ডওয়্যার যেন অনুমতি ছাড়া বাইরে না যায়। নথি বাইরে বের করতে হলে লাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি। নথিপত্র রক্ষা এবং সচিবালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব দফতরেই জারি হয়েছে এই নির্দেশিকা। পাশাপাশি চাইলেই কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারবে না।
আরো পড়ুন : দীর্ঘ ১২ বছর পর, জলসার পর্দায় নতুন করে ফিরছেন TRP টপার সিরিয়ালের জুটি
কেন এত কড়াকড়ি: সচিবালয়ে প্রবেশের আগে যাচাই করা হবে পরিচয়, সচিবালয়ে যাওয়ার সঠিক কারণ। এছাড়াও সচিবালয়ের সর্বত্র সিসিটিভি যাতে ২৪ ঘন্টা সচল থাকে তার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু হঠাৎ নজরদারির এত ঘটা কেন? আসলে দিল্লির (Delhi Election) আপ সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার ছিল বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আবগারী দুর্নীতি মামলায় কয়েক মাস জেল পর্যন্ত খেটেছেন।
আরো পড়ুন : পরপর TRP টপার মেগার নায়িকা, শেষের মুখে সিরিয়াল, জনপ্রিয় নায়িকার পারিশ্রমিক কত জানেন?
দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Election) আগে আপ সরকারের দুর্নীতি বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল বিজেপির কাছে। এমনকি শনিতে জয়ের পরেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন দিল্লি বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগ রিপোর্ট পেশ করা হবে। তাই দিল্লির সচিবালয়েও সতর্কতা জারি হয়েছে। নতুন সরকার এলে পুরনো নথিপত্রের খোঁজ পড়তে পারে ভেবেই এই বাড়তি কড়াকড়ি বলে মনে করা হচ্ছে।