রাশিয়ার সাথে ২০০ কোটির চুক্তি ভারতের, কেনা হচ্ছে বিধ্বংসী অ্যান্টি ট্যাংক মিসাইল

বাংলা হান্ট ডেস্ক: নিজের সেনাবাহিনীকে দিন দিন আরো শক্তিশালী করে তুলছে ভারত। প্রথমে Spice 2000 ও অন্যান্য বোমা ও মিসাইল কেনার পর, এবার রাশিয়া সাথে অ্যান্টি ট্যাংক মিসাইল কিনতে চলেছে ভারত। Mi-35 অ্যাটাক হেলিকপ্টরের মাধ্যমে যা ব্যবহার করা হবে। ভারত-রাশিয়া নতুন একটি চুক্তিতে আবদ্ধ হলো Mi-35 ও Mi-25- দুই ধরনের হেলিকপ্টারের দ্বারা চালিত হবে এমন Strumatka নামে ওই অ্যান্টি ট্যাংক মিসাইল কেনার নিরিখে। আগামী তিন মাসের মধ্যেই মিসাইলকে হেলিকপ্টারে মোতায়েন করার উদ্দেশ্যে নিজের কাজকর্ম কে পরিচালিত করছে দেশ।

দেশের বর্তমান অবস্থায় যখন তখন শত্রুপক্ষের ট্যাংকের উপর হামলা চালাতে পারে এই সমস্ত বিধ্বংসী অস্ত্র গুলির মাধ্যমে। Mi-35 অ্যাটাক হেলিকপ্টার সহজেই শত্রুপক্ষকে টার্গেট করবে। তবে Mi-35 এর বদলে এবার মার্কিন চপার Apache ভারতে আনা হবে জুলাই মাস নাগাদ, যা বায়ু সেনা কে আরো শক্তিশালী করে তুলবে। সবকিছু নিয়ে ভারত প্রায় ২০০ কোটি টাকার চুক্তিতে আবদ্ধ হচ্ছে রাশিয়ার সাথে।

ad

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর