‘বাংলায় চাকরি নেই’! নির্মলাকে পাল্টা আক্রমণ মমতার! মুখ্যমন্ত্রী বললেন, ‘আপনি কম ভাবুন’!

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বাজেট (Budget 2025) পেশের পর এক সপ্তাহ অতিক্রান্ত। এই নিয়ে লোকসভায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলাকে বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার প্রেক্ষিতে তৃণমূলকে কড়া আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এবার রাজ্য বাজেট পেশের পর তাঁকে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বাজেট নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাল্টা নিশানা মমতার (Mamata Banerjee)!

বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাল্টা নিশানা করেন তিনি। ‘নির্মলাদেবী আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন’, বলেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘ওদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। নির্মলাদেবী আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন। আপনার উজালার কী হল? আপনার নামের সঙ্গে আমরা মিলিয়ে দিলাম। ভোটের সময় আপনি উজালা করেছিলেন। এখন সেই উজালার কী ভবিষ্যৎ? আপনি তো কিছুই করেন না’।

আরও পড়ুনঃ ৩ সপ্তাহ সময়! এবার পর্ষদকে ‘ডেডলাইন’ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট! কড়া নির্দেশ বিচারপতির

উল্লেখ্য, রাজ্য বাজেটের (WB Budget 2025) ঠিক আগের দিন সংসদে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা বলেছিলেন, ‘গরিবের জন্য বরাদ্দ টাকা তৃণমূল ক্যাডাররা লুঠ করেছে। মিড ডে মিলের ১০০ কোটি টাকা প্রতারণা হয়েছে। রেশন মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। ফলে সাধারণ মানুষ সরকারি সুবিধা পাচ্ছে না’।

Mamata Banerjee Nirmala Sitharaman

পশ্চিমবঙ্গে চাকরি নেই, কারখানা নেই বলেও তোপ দাগেন নির্মলা। তিনি বলেন, একসময় দেশের শিল্পের কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালে দেশের কারখানা উৎপাদনের ২৪% পশ্চিমবঙ্গ থেকে আসতো। ২০২১ সালে সেটা ৩.৫% হয়ে গিয়েছে। বাংলার মাথাপিছু আয় বৃদ্ধি গত ২০ বছর ধরে জাতীয় গড়ের চেয়ে কম। এবার এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাল্টা নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘বাংলাকে নিয়ে কম ভাবুন’, স্পষ্ট বললেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর