‘ভেঙে গুড়িয়ে দিন…’, রীতিমতো বেআইনি! এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর গার্ডেনরিচ ঘটনার পর থেকে শহর জুড়ে বেআইনি নির্মাণের (Illegal Construction) রীতিমতো পর্দাফাঁস হয়ে যায়। একের পর এক অবৈধ নির্মাণ নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ে কলকাতা পুরসভা সহ রাজ্য সরকার। এর আগে একাধিক মামলায় অবৈধ নির্মাণ নিয়ে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার ফের এক বেআইনি নির্মাণ ধ্বংস করার নির্দেশ দিল রাজ্যের উচ্চ আদালতে। এবারে ঘটনাস্থল পুরুলিয়া।

কি বলল হাইকোর্ট? Calcutta High Court

পুরুলিয়ার একটি অ্যাপার্টমেন্টের পঞ্চম তল নিয়ে অভিযোগ দায়ের হয়। অভিযোগ, ওই আবাসনটি প্রথমে চার তলা ছিল। পরে নতুন করে পঞ্চম তলা তৈরির কাজ কাজ শুরু হয়। সেই সময় আপত্তি জানান মামলাকারী। তবে তার পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে মামলা উঠলে তা দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ, যেখানে অ্যাপার্টমেন্টটি চার তলা সেখানে আলাদা ভাবে পঞ্চম তলার নির্মাণ রীতিমতো বেআইনি।

আরও পড়ুন: মমতা-অভিষেকের ছবি দিয়ে লটারির কুপন বিক্রি! কুলপিতে যা হচ্ছে শুনলে থ হবেন

Calcutta High Court

আরও পড়ুন: মেলেনি মন মত DA! এরই মধ্যে মঙ্গলবার থেকে যা করতে চলেছেন সরকারি কর্মীরা…

শুনানিতে মামলাকারীর আইনজীবী জানান, আইন অনুযায়ী ১২ ফুটের রাস্তায় জিপ্লাস ফাইভ (G+5) বানানো যায় না। পাল্টা রাজ্য বলে, ওই রাস্তার মাপ প্রায় ১৪ ফুট। এরপরই হাইকোর্টের নির্দেশ, ১৫ দিনের মধ্যে ওই বেআইনি অংশের বাসিন্দাদের ডেকে শুনানি করে যত দ্রুত সম্ভব তা ভেঙে ফেলতে হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর