বাংলা হান্ট ডেস্কঃ কোনও ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা যদি মাধ্যমিক হয়, দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam)। পছন্দের কলেজে সুযোগ মিলবে কিনা তা অনেকাংশে নির্ভর করে এই পরীক্ষার ফলাফলের ওপর। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হয়ে যাবে চলতি বছরের উচ্চমাধ্যমিক। আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থীরা। এই আবহে কড়া নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। পরীক্ষার্থী ও শিক্ষক (School Teacher), শিক্ষাকর্মী, সকলের উদ্দেশেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam) শুরুর আগেই কড়া নির্দেশিকা সংসদের!
গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ২২ ফেব্রুয়ারি অবধি। তারপর উচ্চমাধ্যমিকের পালা। এই আবহে নয়া নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সকল পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। এরপরেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে।
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সংসদের নির্ধারিত ক্যালকুলেটর বাদে অন্য কোনও স্মার্ট ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলে এবং ধরা পড়লে সেই পরীক্ষার্থীর পরীক্ষা (Higher Secondary Exam) বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ মোবাইল ফোন সহ যে কোনও ধরণের ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে চলতি বছরের মতো সেই পরীক্ষার্থীর পরীক্ষা তথা অ্যাডমিট কার্ড বাতিল করা হবে। তাঁকে পরীক্ষাই দিতে দেওয়া হবে না। আবার নতুন করে তাঁকে আবেদন করতে হবে।
আরও পড়ুনঃ জবাব দিতে হবে কেন্দ্রকে! পর্নোগ্রাফি নিয়ে বড় প্রশ্ন করল সুপ্রিম কোর্ট! রণবীর-বিতর্কের আবহে শোরগোল
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক (Teacher), শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উদ্দেশেও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে বলা হয়েছে, তাঁরা পরীক্ষার দিনগুলিতে যেন মোবাইল ফোন নিয়ে না আসেন। নিয়ে আসলেও সেটা ভেন্যু সুপারভাইজারের কাছে জমা রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা চলছে। ইতিমধ্যেই মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের কারণে বেশ কয়েকজনের পরীক্ষা বাতিল করা হয়েছে। এবার উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam) শুরুর আগে কড়া নির্দেশিকা জারি করল সংসদ। সংসদ নির্ধারিত ক্যালকুলেটর বাদে অন্য কোনও স্মার্ট ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলে এই বছরের মতো সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।