বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। পরবর্তীতে এই মামলাতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। আগেই ইডির মামলায় জামিন পেয়েছিলেন, সম্প্রতি সিবিআইয়ের মামলাতেও অন্তর্বর্তীকালীন জামিন পান সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhadra)। এরপরেই সামনে আসছে বড় খবর!
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) নয়া মোড়!
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন জেলবন্দি ছিলেন সুজয়কৃষ্ণ। ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলা থেকে অব্যাহতি না মেলায় জেলমুক্তি হয়নি তাঁর। সিবিআইয়ের তরফ থেকে আদালতে জানানো হয়, তাঁরা ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। তবে সুজয়কৃষ্ণের অসুস্থতার কারণে দীর্ঘদিন সেই প্রক্রিয়া আটকে ছিল।
অবশেষে গত ১১ ফেব্রুয়ারি বিচার ভবনে সশরীরে হাজিরা দেন কালীঘাটের কাকু। সেদিন তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআই। এরপর গত বুধবার বিচার ভবন থেকে সুজয়কৃষ্ণের অন্তর্বর্তীকালীন জামিন চূড়ান্ত করা হয়। শর্তসাপেক্ষে জামিন পান তিনি। এরপরেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) কাকু সহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই।
আরও পড়ুনঃ বহু অপেক্ষার অবসান! হঠাৎ রাজ্য সরকারি কর্মীদের ১২ শতাংশ DA বৃদ্ধি, কমল অসন্তোষ
শুক্রবার বিচার ভবনে কলকাতা নগরদায়রা আদালতে এই চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে কালীঘাটের কাকুর পাশাপাশি নাম রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তথা হুগলির তৃণমূল নেতা (বর্তমানে বহিষ্কৃত) শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম। এছাড়া অরুণ হাজরা নামে আরও একজন ব্যক্তির নাম রয়েছে বলে খবর।
উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা। এই মামলায় নাম জড়িয়েছে একাধিক ‘প্রভাবশালী’র। কালীঘাটের কাকু, শান্তনু, সন্তু গঙ্গোপাধ্যায়ের নামও এই মামলার তদন্তে উঠে এসেছিল। শান্তনুকে আগেই গ্রেফতার করেছিল ইডি। পরবর্তীতে তাঁকে হেফাজতে নেয় সিবিআই (CBI)। তাঁদেরও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
নিয়োগ দুর্নীতির (Primary Recruitment Scam) তদন্তে নেমে একটি অডিও ক্লিপিং পেয়েছিল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির অনুমান ছিল, সেখানে দু’জন ব্যক্তির গলা শোনা গিয়েছে। তার সঙ্গে শান্তনু এবং সন্তুর কণ্ঠস্বর মিলিয়ে দেখেন গোয়েন্দারা। এবার সেই বিষয়েই চার্জশিট দেওয়া হল বলে খবর। এবার এই মামলা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।