এবার ত্রিপুরা সফর হবে আরও সহজ! বড়সড় বদল আসছে বন্দে ভারতে, প্রকাশ্যে এল নয়া আপডেট

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে সাথে তাল মিলিয়ে গুরুত্ব বাড়ছে বন্দে ভারতের। শুধু বাংলা নয়, সারা দেশজুড়ে ছুটছে প্রায় দেড়শোর বেশি বন্দে ভারত। প্রায় সবকটি ট্রেনেই এত বেশি ভিড় হয় যে, পরিস্থিতি সামলাতে গিয়ে কার্যত নাজেহাল হতে হয় রেল কর্তাদেরকে। জানা গিয়েছে, আরোও কয়েকটি নতুন রুটে ছুটবে বন্দে ভারত (Vande Bharat Express)।

বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়ে নয়া আপডেট

নরেন্দ্র মোদি সেইসব ট্রেনের উদ্বোধন করতে পারেন বলেও গুঞ্জন উঠেছে। এবার অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সেই তালিকায় কী ত্রিপুরার নাম থাকবে? সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রেলমন্ত্রীর সাথে দেখা করে (Manik Saha) রাজধানী আগরতলা থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালানোর আবেদন জানিয়েছেন।

আরোও পড়ুন : কাশ্মীরের পর এবার প্রয়াগরাজ! বাংলা সিরিয়ালে প্রথম বার “মহাকুম্ভ”, নয়া রেকর্ড গড়ছে জি বাংলা

সূত্রের খবর, সম্প্রতি উত্তর-পূর্ব রাজ্যে রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে রাজধানীতে একটি বৈঠকও হয়। সেখানেই দুজনে একসাথে হাজির হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, রাজধানী আগরতলা থেকে অসমের গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন চালানো হলে বহু মানুষ উপকৃত হবেন। বিশেষ করে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত যে বন্দে ভার‍ত ট্রেনটি চলছে সেটিই আগরতলা পর্যন্ত চালানো হতে পারে বলে জল্পনা রয়েছে।

Vande Bharat Express for tripura

ইতিমধ্যেই অবশ্য, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। মানিক সাহা লিখছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রেলভবনে। সেখানে আগরতলা এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারত (Vande Bharat Express) চালানোর আবেদন জানানো হয়েছে। এছাড়াও একাধিক রেল লাইনের উন্নয়ন নিয়েও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর