হয়ে গেল শেষ শুটিং, টপার মেগা থেকে সরলেন নায়ক! জোড়া সিরিয়াল বন্ধের ধাক্কা জি বাংলায়

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে এসেই গেল দিনটা। জল্পনা ছিল অনেকদিন ধরেই। গত বছরের শেষ থেকেও টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু মাঝে ফের টিআরপি বাড়তেই গুঞ্জন থেমেছিল কিছু সময়ের জন্য। কিন্তু শেষরক্ষা করা গেল না আর। বিদায় জানানোর সময় এসে গেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিককে (Serial)।

জি বাংলায় বন্ধ হচ্ছে সিরিয়াল (Serial)

সিরিয়ালের (Serial) দর্শকরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, জি বাংলায় বন্ধ হতে চলেছে ‘মালা বদল’ ধারাবাহিক। ‘দুগ্গামণি ও বাঘমামা’ শুরু হওয়ার কারণেই কোপ পড়েছে এই সিরিয়ালের উপরে। শুরু থেকেই টিআরপিতে পিছিয়ে ছিল এই সিরিয়াল (Serial)। শেষমেষ বিদায় জানাতে হচ্ছে কাব্য-দিতিকে। তবে শুধু এই একটি ধারাবাহিক নয়, জোড়া মেগা বিদায় নিচ্ছে জি বাংলা থেকে।

This serial hero completed last shooting

মন খারাপ দর্শকদের: টেলিপাড়ায় কান পাতলেই যে সিরিয়ালগুলি (Serial) বন্ধের খবর শোনা যাচ্ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল ‘নিম ফুলের মধু’। আড়াই বছর পার করে এসে এই সিরিয়ালের (Serial) টিআরপি কমেছে ঠিকই, কিন্তু দর্শকদের ভালোবাসা একই রকম রয়েছে। অনেকেই দাবি করেছেন, নিম ফুলের মধু যেন শেষ না হয়।

আরো পড়ুন : এখনই শেষ নয়, আবারও স্লট বদল! ধুঁকতে থাকা TRP টানতে “হুঁশ ওড়ানো” প্রোমো জি এর সিরিয়ালে

শেষ শুটিং সারলেন নায়ক: তবে এবার দর্শকদের জন্য এল খারাপ খবর। জানা যাচ্ছে, আজ ২২ শে ফেব্রুয়ারি নিম ফুলের (Serial) শেষ শুটিং সেরেছেন সৃজন ওরফে রুবেল দাস। আর এই সেটে যাবেন না তিনি। শেষ দিনের শুটিংয়ে তাই মন ভার, চোখে জল অভিনেতার। যদিও বিরতি নেবেন না তিনি। শ্রীজিৎ রায়ের আসন্ন ধারাবাহিকে (Serial) নায়ক রূপে দেখা মিলবে তাঁর। ইতিমধ্যেই ২১ শে ফেব্রুয়ারি নাকি প্রোমো শুট হয়েও গিয়েছে সেই নতুন সিরিয়ালের। একদিকে যেমন নতুন শুরুর আনন্দ, তেমনি অন্যদিকে দীর্ঘদিনের জনপ্রিয় সিরিয়াল (Serial) শেষের কষ্ট।

আরো পড়ুন : TRP ধরতে “বাম্পার” চমক! জলসার নতুন সিরিয়ালে এন্ট্রি জি বাংলার নায়িকার

নিম ফুলের মধু প্রথম দিন থেকেই দর্শকদের প্রিয় থেকেছে। দীর্ঘদিন হয়েছে বেঙ্গল টপার। কিন্তু স্লট বদলানোর পর থেকেই টিআরপি পড়তে শুরু করে এই মেগার। তবে সৃজনকে আর নিম ফুলের মধুতে দেখা যাবে না বলে জানা গেলেও এই ধারাবাহিকের শেষ শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে রুবেলের নতুন গল্প আসছে, এটাই সান্ত্বনা দর্শকদের কাছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর