বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসায় কার্যত রাজত্ব করছে ‘কথা’ (Serial)। সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য প্রথম বার জুটি বেঁধেই ঝড় তুলে দিয়েছেন টেলিপাড়ায়। দর্শকরা চোখে হারাচ্ছেন এই জুটিকে। অনস্ক্রিনের মতো অনস্ক্রিনেও দুজনকে একসঙ্গে দেখার দাবি জানাচ্ছেন অনেকেই। এর মাঝেই হঠাৎ বিষ্ফোরক সুস্মিতার প্রাক্তন প্রেমিক অনির্বাণ রায়।
কথা (Serial) সুস্মিতার প্রাক্তনের পোস্ট ভাইরাল
পেশায় ইভেন্ট ম্যানেজার অনির্বাণের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন সুস্মিতা। তাঁদের সম্পর্কটা আড়ালে ছিল না কখনোই। এমনকি বাগদানও সেরে ফেলেছিলেন দুজনে। একসঙ্গে কিনেছিলেন ফ্ল্যাট। তারপর হঠাৎ করেই ছন্দপতন। বিচ্ছেদ হয়ে যায় দুজনের। সে সময় গুঞ্জন ছড়িয়েছিল, তৃতীয় ব্যক্তির আগমনেই নাকি সম্পর্ক ভেঙেছে তাঁদের। এমনকি উঠে এসেছিল সাহেবের নামও। এবার এতদিন পর ফের অনির্বাণের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
কী লিখেছেন অনির্বাণ: সোশ্যাল মিডিয়ায় কারোর নাম না করেই অনির্বাণ (Serial) লিখেছেন, ‘ভদ্রতার খাতিরে চুপ করে আছি। আমি মুখ খুলতে বাধ্য হলে, মুখ লোকানোর জায়গা পাবে তো? আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, যা তোমার ভালো মানুষের মুখোশ নষ্ট করে দিতে পারে। নোংরা চরিত্রটা সবার সামনে চলে আসবে’।
আরো পড়ুন : হয়ে গেল শেষ শুটিং, টপার মেগা থেকে সরলেন নায়ক! জোড়া সিরিয়াল বন্ধের ধাক্কা জি বাংলায়
কাকে ইঙ্গিত করলেন: এখন প্রশ্ন উঠছে, কাকে ইঙ্গিত করলেন অনির্বাণ? কমেন্ট বক্সেও অনেকে প্রশ্ন করেছেন, নাম না করে কি প্রাক্তন সুস্মিতাকেই (Serial) কটাক্ষ করলেন তিনি? এদিকে নামী মডেল স্বাগতার সঙ্গে ইদানিং সাহেবের সম্পর্কের গুঞ্জন টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সুস্মিতার সঙ্গে সাহেবের (Serial) রসায়ন নিয়েও জল্পনা অব্যাহত। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি অনির্বাণ।
আরো পড়ুন : এখনই শেষ নয়, আবারও স্লট বদল! ধুঁকতে থাকা TRP টানতে “হুঁশ ওড়ানো” প্রোমো জি এর সিরিয়ালে
এর আগে অনির্বাণ বলেছিলেন, তাঁকে যেন সুস্মিতার বিষয়ে কোনো প্রশ্ন না করা হয়। অন্যদিকে অভিনেত্রীও দাবি করেছিলেন, কোনো তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক ভাঙে না। সাহেবও বরাবর সুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জন অস্বীকার করেছেন। কিন্তু নেটিজেনরা তা মানতে নারাজ। তবে অনির্বাণের এই পোস্টের বিষয়ে পালটা কোনো মন্তব্য করেননি সুস্মিতাও।