‘আরও সিরিয়াস হও…’! এবার স্বাস্থ্যসচিবকে সতর্ক করে দিলেন মমতা! হঠাৎ কী হল?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ড (RG Kar Case) থেকে শুরু করে স্যালাইন বিতর্ক, বিগত কয়েক মাসে একাধিক ঘটনায় প্রশ্নের মুখে এসে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এই আবহে সোমবার ধনধান্য স্টেডিয়ামে ডাক্তারদের সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তৃতা রাখার সময় বেশ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গেই রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকেও (Narayan Swaroop Nigam) সতর্ক করে দেন তিনি।

স্বাস্থ্যসচিবকে কেন সতর্ক করলেন মমতা (Mamata Banerjee)?

এদিন স্বাস্থ্যসচিবের নাম নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘নারায়ণ, তুমি আরও সিরিয়াস হও। নিজেদের যোগাযোগ আরও বাড়াও’। এখানেই না থেমে মমতা আরও বলেন, ‘তোমায় আরও আইএএস দিয়েছি। আমার শুনে খারাপ লেগেছিল, সুপ্রিম কোর্টে একজন বলেছিলেন, বাংলার হাসপাতালে তুলো পাওয়া যায় না’।

একইসঙ্গে মমতা (Mamata Banerjee) স্পষ্ট জানান, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ‘এক্সপায়ার্ড’ স্যালাইন, ওষুধ কোনও মতেই ব্যবহার করা যাবে না। প্রত্যেক ৩ মাস অন্তর প্রিন্সিপাল, সুপাররা পরীক্ষা করে দেখবেন বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ বৃহস্পতিতে তৃণমূলের রাজ্য সম্মেলন! তার আগেই তাৎপর্যপূর্ণ পোস্ট অভিষেকের! শোরগোল বাংলায়

এদিনের সম্মেলন থেকে রাজ্যের সকল মেডিক্যাল কলেজে স্পোর্টস এবং সাংস্কৃতিক সক্রিয়তা বৃদ্ধির বার্তাও দেন মমতা। রাজ্যের স্বাস্থ্যসচিবের (Health Secretary) উদ্দেশে তিনি বলেন, ‘নারায়ণ স্বরূপ নিগমকে বলব, সব মেডিক্যাল কলেজে স্পোর্টস ও সাংস্কৃতিক সক্রিয়তা বাড়ুক। কলেজ টু কলেজ প্রতিযোগিতা হোক। হাসপাতালের মধ্যে প্রতিযোগিতা হোক। মানসিকতার বিকাশ হোক’।

West Bengal CM Mamata Banerjee slammed Javed Khan for manhole incident

চিকিৎসকদের সম্মেলন থেকে রাজ্যের ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সিনিয়র ডাক্তারদের বেতন ১৫,০০০ বাড়ালাম। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন ১৫,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিজিটি, ইন্টার্ন, হাউসস্টাফদের জন্য ১০,০০০ টাকা বাড়ালাম’।

সেই সঙ্গেই ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস নিয়েও বড় ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, ‘সিনিয়র চিকিৎসকদের অনুরোধ করব, দয়া করে জুনিয়রদের ওপর সবটা ছেড়ে দেবেন না। অন্তত ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিন। তারপর প্রাইভেট প্র্যাকটিস করুন। আমার তাতে আপত্তি নেই। আপনাদের জন্য বেঁধে দেওয়া ২০ কিলোমিটারটা আমি ৩০ কিলোমিটার করে দিচ্ছি। কারণ কলকাতায় ৩০ কিমির মধ্যে অনেক হাসপাতাল রয়েছে। কিন্তু সরকারি পরিষেবা দেওয়ার সময় দয়া করে যাবেন না। প্রয়োজন পড়লে হাসপাতালে ডেকে নিন। আমাদের তো পরিকাঠামো রয়েছে। সেখানে যা করার করুন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর