বাংলা হান্ট ডেস্ক: এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হল পাকিস্তান (Pakistan)। তবে, টিম ইন্ডিয়া তার প্রতিটি ম্যাচ দুবাইতে খেলছে। এদিকে, ইতিমধ্যেই এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। যার জন্য ওই দল সমালোচিত হচ্ছে। ঠিক এই আবহেই এমন একটি ভিডিও সামনে এসেছে যেটি তুমুল চাঞ্চল্য তৈরি করেছে।
পাকিস্তানে (Pakistan) গ্রেফতার অনুরাগী:
মূলত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে দেখা গিয়েছে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন এক ব্যক্তি ভারতীয় পতাকা হাতে রাখায় সেখানে উপস্থিত নিরাপত্তা বাহিনী তাঁকে গ্রেফতার করেন।
View this post on Instagram
ভারতীয় পতাকা ওড়ানোর অভিযোগেই কি করা হয় গ্রেফতার: সোশ্যাল মিডিয়ায় যে ম্যাচের ভিডিওটি সামনে এসেছে, সেটিতে মুখোমুখি হয়েছি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ওই ম্যাচটি সম্পন্ন হয় লাহোরের (Pakistan) গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচটিতে অস্ট্রেলিয়া দল দুর্দান্ত জয় হাসিল করে।
আরও পড়ুন: একী কাণ্ড! লোকসানে চলছে টাটা গ্রুপের এই ব্যবসা, বড় পদক্ষেপের পথে সংস্থা
এদিকে, ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে নিরাপত্তা বাহিনীর দুইজন আধিকারিক একজন ব্যক্তিকে দর্শকাসন থেকে মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন। সেই সময়ে তাঁর হাতে ভারতীয় পতাকা দেখা গিয়েছিল। তবে, ভারতীয় পতাকা ওড়ানোর জন্যই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিনা এই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। যদিও, সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করা হচ্ছে।
আরও পড়ুন: পাল্টে যাবে দেশের ভোল! এবার একইসাথে বিরাট ঘোষণা আম্বানি-আদানি-টাটার
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত ও পাকিস্তানের (Pakistan) মধ্যে সম্পর্ক গত কয়েক বছর ধরে খুব একটা স্বাভাবিক নেই। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ক্রিকেটের মাঠেও। এম্বিতেইবেই দুই দলের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ সম্পন্ন হয়নি। পাশাপাশি, নিরাপত্তার কারণে ভারতীয় দল পাকিস্তানেও সফর করেনি। এমন পরিস্থিতিতে ভারতের ম্যাচগুলি সম্পন্ন হচ্ছে দুবাইয়ে। ইতিমধ্যেই ভারতীয় দল সেমিফাইনালে উঠলেও এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান।