বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগকারীরা ক্রমাগত ভারতীয় শেয়ার বাজার (Share Market) থেকে টাকা তুলে নিচ্ছেন। যার ফলে প্রত্যক্ষভাবে নেতিবাচক প্রভাব পড়ছে শেয়ার বাজারে। গত ফেব্রুয়ারি মাসে শেয়ার বাজারে ক্রমাগত রক্তক্ষরণ ঘটেছে। গত মাসে, FPI (Foreign Portfolio Investment) ভারতীয় শেয়ার বাজারে মোট ৩৪,৫৭৪ টাকার শেয়ার বিক্রি করেছে। এই বছর এখনও পর্যন্ত, FPI দ্বারা ১,১২,০৬১ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে।
শেয়ার মার্কেটে (Share Market) ক্রমাগত পতন:
এদিকে, গত শুক্রবার FII (Foreign Institutional Investor) গুলি ১১,৬৩৯ কোটি টাকার শেয়ার (Share Market) বিক্রি করেছে। যা গত ফেব্রুয়ারি মাসের মধ্যে সর্বাধিক হিসেবে বিবেচিত হচ্ছে। গত মাসে, ২০ টি ব্যবসায়িক দিনের মধ্যে, মাত্র ২ টি ব্যবসায়িক দিনে কেনাকাটা দেখা গেছে। গত ১৮ ফেব্রুয়ারি, বিদেশি বিনিয়োগকারীরা ৪,৭৮৬.৬০ কোটি টাকার শেয়ার এবং গত ৪ ফেব্রুয়ারিতে ৮০৯.২০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। এদিকে গত জানুয়ারি মাসে, FIIগুলি ৭৮,০২৭ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
কেন শেয়ার বিক্রি করা হচ্ছে: এমতাবস্থায়, শেয়ার মার্কেটের (Share Market) ওপর নজর রাখা বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বাজারের মূল্যায়ন এবং কোম্পানিগুলির ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফলের প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান বয়েছে। যার কারণে বিদেশি বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছেন। আসলে তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল অত্যন্ত সাধারণ হিসেবে বিবেচিত হচ্ছে। যা অনিশ্চয়তার দিকেই ইঙ্গিত করছে।
আরও পড়ুন: সব হম্বিতম্বি শেষ! ভারতের সাথে চ্যালেঞ্জ নিয়ে এবার মুখ লুকোচ্ছে পাকিস্তান, মাথায় হাত শরীফের
অক্টোবর ও নভেম্বরেও প্রচুর বিক্রি হয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ডিসেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীরা দেশীয় বাজারে ১৫,৪৪৬ কোটি টাকার শেয়ার কিনেছিল। তবে, তার আগে অক্টোবর ও নভেম্বর মাসে তারা প্রচুর শেয়ার বিক্রি করেছেন। সেই সময়ের মধ্যে, বিদেশি বিনিয়োগকারীরা ১,১৫,৬২৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। জানিয়ে রাখি যে, গত বছর বিদেশি বিনিয়োগকারীরা মাত্র ৪২৭ কোটি টাকার শেয়ার কিনেছিল।
আরও পড়ুন: এবার থরথর করে কাঁপবে শক্রদেশ! Tata-র হাত ধরে শক্তি বাড়তে চলেছে ভারতীয় বায়ুসেনার
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, করোনার মতো ভয়াবহ মহামারীর পরে গত ফেব্রুয়ারি মাসে নিফটি সবচেয়ে বড় পতন দেখেছে। এই সময়ের মধ্যে NSE ৫.৯ শতাংশ কমেছে। মূলত, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির কারণে আইটি থেকে শুরু করে অটো এবং ফার্মা সেক্টরের শেয়ারে (Share Market) ব্যাপক পতন পরিলক্ষিত হয়েছে।