বাংলা হান্ট ডেস্কঃ ২২ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। এই আবহেই আগামী বছরের মাধ্যমিক নিয়ে সামনে আসছে নয়া আপডেট। ছাব্বিশে বিধানসভা ভোট (WB Assembly Elections) রয়েছে বাংলায়। যার জেরে এগিয়ে আসতে পারে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সূত্রে এমনই আভাস মিলেছে।
ভোটের জন্য এগোবে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)?
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক দল। জানা যাচ্ছে, বছরের শুরুর দিকে নির্বাচনে আগ্রহী রাজ্যের শাসকদল। যে কারণে এগিয়ে আসতে পারে ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা। টেস্ট পরীক্ষার সূচিতেও বদল আসতে পারে বলে খবর।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) সদ্য শেষ হয়েছে। এখনও অবধি আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেনি মধ্যশিক্ষা পর্ষদ। ফেব্রুয়ারি-মার্চ নাগাদই সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয়। এরপর শুরু হয় উচ্চমাধ্যমিক। অন্যদিকে টেস্ট হয় নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বর নাগাদ।
আরও পড়ুনঃ SSC-শিক্ষা দফতরকে পদক্ষেপের নির্দেশ! পর্ষদকেও ‘ডেডলাইন’ বেঁধে দিল হাইকোর্ট! কোন মামলায়?
এদিকে আগামী বছর এপ্রিল কিংবা মে মাসে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে তার আগেই পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা। সেই কারণে ছাব্বিশে পরীক্ষা (Madhyamik) এগোনোর সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রেও এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
এই বছর ২০ অক্টোবর কালীপুজো পড়েছে। ২৩ তারিখ ভাইফোঁটা। মনে করা হচ্ছে, দুর্গাপুজো, কালীপুজো কাটিয়ে অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে মাধ্যমিকের (Madhyamik Pariksha) টেস্ট। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ইতিমধ্যেই পর্ষদের তরফ থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। যদিও এখনও অবধি এই বিষয়ে কোনও পাকাপাকি খবর পাওয়া যায়নি। তবে ছাব্বিশের ভোটের কারণে মাধ্যমিক এগিয়ে আসার সম্ভাবনা প্রবল। আগামী বছরের জানুয়ারির শেষে মূল পরীক্ষা হতে পারে বলে খবর।
এদিকে ভোটের কারণে মাধ্যমিক (Madhyamik Exam) এগোনোর খবর সামনে আসতেই তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে চর্চা। এখন একটাই চিন্তা, পরীক্ষা যদি এগিয়ে আসে তাহলে সিলেবাস শেষ করা নিয়ে সমস্যা হতে পারে। সেই সঙ্গেই প্রস্তুতির সময়ও কমতে পারে। এখনও অবধি পরীক্ষা এগোনো নিয়ে পর্ষদের তরফ থেকে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি।