বাংলা হান্ট ডেস্ক: হুমকি দিতে বিজেপি নেতা রাজু ব্যানার্জির যেন জুড়ি মেলা ভার। জেলা বিজেপি–র ডাকে সোমবার চুঁচুড়া পুলিশ লাইনে চন্দননগর পুলিশ কমিশনারের দপ্তরে স্মারকলিপি দিতে আসেন তিনি। এখানে এসে রাজু ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের স্লোগানকে বিদ্রুপ করে বলেন, ‘তৃণমূলের স্লোগান ছিল— বদলা নয় বদল চাই, বিজেপি–র স্লোগানটা একটু আলাদা— আমরা বদলাব, আবার বদলাও নেব।’
রাজু অভিযোগ জানিয়েছেন, রাজ্য বিজেপির ১ লক্ষ ৭৪ হাজার কর্মীকে উদ্দেশ্যপূর্ণ ভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তিনি দাবি রেখেছেন, ‘বিজেপি আর কিছুদিনের মধ্যেই রাজ্যে ক্ষমতায় আসছে। ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে হবে।’
এখানেই থেমে যাননি রাজু ব্যানার্জী, হুমকির সুরে তিনি আরও বলেছেন ‘পুলিশ অফিসারদের একাংশ নজরে রয়েছে। বিজেপি ক্ষমতায় এলেই প্রত্যেকের বিরুদ্ধে আলাদা আলাদা করে তদন্ত শুরু করা হবে। খাকি পোশাক খুলে নিয়ে প্রত্যেককে জেলে পুরে দেওয়া হবে। তাদের দিয়ে জেলের ঘানি টানানো হবে।’
এদিন বিজেপি প্রতিনিধি দল চুঁচুড়া বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল করে পৌঁছয় পুলিশ কমিশনারের দপ্তরে, সেখানে তারা স্মারকলিপি প্রদান করেন। বিজেপির এই আয়োজনে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সুবীর নাগ, বিজেপি নেতা সপ্তর্ষি ব্যানার্জি প্রমুখ।