বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল (Trinamool Congress), বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল। দলের নেতাকর্মীদের ভোটের তোরজোড় শুরু করে দিতে বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই আবহে এবার রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ শানালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। পদ্ম নেতাকে আদালতে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুভেন্দুকে (Suvendu Adhikari) নিশানা শওকতের!
রবিবার ক্যানিংয়ের রায়বাঘিনী হাইস্কুলের ময়দানে তৃণমূল কংগ্রেসের সভা ছিল। সেখানে শওকত ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক প্রতিমা মণ্ডল, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সভায় দাঁড়িয়েই রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করেন ক্যানিং পূর্বের বিধায়ক।
রাজনৈতিক কর্মী সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এদিন শুভেন্দুকে আদালতে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শওকত। কয়েকদিন আগে ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি গ্রেফতারির ঘটনা ঘিরে দুই বিধায়কের তরজা হয়েছিল। জল গড়ায় আদালত অবধি। নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা করেন ক্যানিং পূর্বের বিধায়ক। সেই বিষয়ে কথা বলতে গিয়েই শুভেন্দুকে গদ্দার সহ নানান কদর্য ভাষায় আক্রমণ করেন শওকত।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এই প্রকল্পে ৫০০০ টাকা দেবে সরকার! কারা সুবিধা পাবেন?
এদিন শুভেন্দুকে আক্রমণের পাশাপাশি ভাঙরের আইএসএফ-কেও নিশানা করেন তৃণমূল (TMC) বিধায়ক। তিনি দাবি করেন, ধর্মের ভিত্তিতে ভোট করার চেষ্টা করছে বিজেপি এবং আইএসএফ। এদিন একযোগে দুই দলকে আক্রমণ শানান তিনি।
এদিনের সভায় শুভেন্দু (Suvendu Adhikari), বিজেপি, আইএসএফ-কে শওকতের নিশানা করা ছাড়া ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস ‘পুরস্কারে’র ঘোষণা করেন। যে বিধানসভা থেকে সর্বাধিক লিড আসবে, তাদের ১ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি। এর পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্যেও পুরস্কার ঘোষণা করেন শাসকদলের বিধায়ক। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।