নজরে মমতার ভবানীপুর? এবার BJP নেতাদের সঙ্গে বৈঠকে শুভেন্দু! দিয়ে দিলেন বিরাট নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল (Trinamool Congress) নেত্রীকে হারিয়ে সেখানে পদ্ম ফুটিয়েছিলেন শুভেন্দু। পরবর্তীতে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হন মমতা। ছাব্বিশের ভোটে কি সেই আসনের দিকেই নজর রাজ্যের বিরোধী দলনেতার? ইতিমধ্যেই শুরু হয়েছে সেই চর্চা। এই আবহে ভবানীপুরের ‘সক্রিয়’ বিজেপি নেতা-কর্মীদের নিয়ে বৈঠক সেরে ফেললেন নন্দীগ্রামের বিধায়ক।

মমতার ভবানীপুরে নজর শুভেন্দুর (Suvendu Adhikari)?

মঙ্গলবার সন্ধ্যায় নিজের নিজাম প্যালেসের দফতরে মমতার বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। ছাব্বিশের বিধানসভা ভোটে ফের ভবানীপুরেই তৃণমূল নেত্রী প্রার্থী হচ্ছেন, একথা ধরে নিয়ে দলীয় নেতা-কর্মীদের তোরজোড় শুরু করতে বলেছেন তিনি।

গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভা ছিল। সেই সভা থেকে দলের সর্ব স্তরের নেতাদের ছাব্বিশের বিধানসভা ভোটের তোরজোড় শুরু করার নির্দেশ দিয়েছেন মমতা। সেই সঙ্গেই ভোটার তালিকায় পদ্ম শিবির (BJP) ‘ভুয়ো’ ভোটার জুড়ছে, এই অভিযোগ তুলে সমগ্র দলকেই বুথে বুথে নামিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ ‘রাজ্যকে পদক্ষেপ করতে দিন’! এবার স্পষ্ট বলে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

বিজেপি নেতৃত্ব আশঙ্কা করছে, এই ‘কৌশলে’র মাধ্যমে ভোটার তালিকা থেকে বিরোধী ভোটারদের নাম ছাঁটাই করতে চাইছে তৃণমূল। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, গতকালের বৈঠকে এই নিয়ে বিশদে আলোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari)। ভোটার লিস্ট থেকে কারোর নাম যাতে বাদ না যায়, সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

Firhad Hakim criticizes Suvendu Adhikari statement

জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতা বিজেপির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ খটিকের নেতৃত্বে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ভুয়ো ভোটার সংক্রান্ত কর্মসূচিতে নজরদারি শুরু হয়েছে। এদিকে ছাব্বিশের ভোটে মমতা-শুভেন্দু (Suvendu Adhikari) ফের মুখোমুখি হবেন কিনা সেই বিষয়ে জানা না গেলেও, ভবানীপুরের বিজেপির পায়ের তলার মাটি শক্ত করতে শুভেন্দু অধিকারী সক্রিয় থাকছেন বলে মনে করছেন সেখানকার দলীয় নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে বড় খবর! এবার ১৩২ জনের তালিকা তৈরি করল CBI! কাদের নাম রয়েছে?

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামী এক বছরের মধ্যে প্রত্যেকটি বুথে যাতে বিজেপি লড়াই করার মতো শক্তি সঞ্চয় করতে পারে, সেই নিয়ে এখন থেকেই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। গতকালের বৈঠকে তিনি জানিয়েছেন, লোকসভা ভোটে ভবানীপুর (Bhowanipore) বিধানসভার ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতে এগিয়ে ছিল পদ্ম শিবির। গত কয়েক বছরের ভোটের ফলাফলে দেখা গিয়েছে, সামগ্রিকভাবে এই আসনে ভালো ফল করার জায়গায় রয়েছে বিজেপি।

শুভেন্দু (Suvendu Adhikari) মনে করছেন, বুথ স্তরে যদি শক্তি সঞ্চয় করা যায়, তাহলে মুখ্যমন্ত্রীকে লড়াইয়ের সামনে ফেলা যাবে। এই বিষয়ে দক্ষিণ কলকাতা জেলার একজন বিজেপি নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াই হবে বলে আমরা অনেকেই মানসিকভাবে পিছিয়ে থাকি। তবে শুভেন্দুদা আমাদের শক্তি জুগিয়েছেন। উনি বলেছেন, বুথে শক্তি জোগাতে পারলেই মুখ্যমন্ত্রীকে আমরা লড়াইয়ের মুখে ফেলতে পারব’। ওই পদ্ম নেতা আরও বলেন, ‘প্রত্যেকটি বুথ আগলে রাখতে পারলেই জোরদার লড়াই সম্ভব, আমাদের মনোবল বাড়িয়ে বৈঠকে সেকথাই বলেছেন শুভেন্দুদা’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর