হয়ে যান প্রস্তুত! এবার টাটা গ্রুপের হাত ধরেই বিনিয়োগকারীরা হবেন মালামাল, ব্যাপারটা কী?

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সাল শেয়ার বাজারের (Share Market) জন্য খুব একটা ভালো শুরু হয়নি। তবে দেশের বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠী টাটা গ্রুপ (Tata Group) শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য একটি সুখবর আনতে চলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপটি শীঘ্রই তাদের একটি কোম্পানির আইপিও লঞ্চ করার পরিকল্পনা করছে।

শেয়ার বাজারে (Share Market) বড় চমক টাটা গ্রুপের:

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই আইপিও বছরের সবচেয়ে বড় আইপিও হতে পারে। যেটির আকার ১৭,০০০ কোটি টাকার বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। যার কারণে ওই কোম্পানির ভ্যালুয়েশন হবে প্রায় ১১ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১ লক্ষ কোটি টাকা। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Share Market Tata Group Update.

IPO-র পরিমাণ কত হতে পারে: এই বিষয়টির সাথে জ্ঞাত ব্যক্তিদের মতে, টাটা গ্রুপ তার ফাইনান্সিয়াল সার্ভিসের ইউনিটের ভ্যালুয়েশন ১১ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা করছে। এমনটা হলে এই কোম্পানিটির আইপিও হতে পারে বছরের সবচেয়ে বড়।

আরও পড়ুন: নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা? চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়ার জন্য বেশি বিপজ্জনক কে?

পাশাপাশি, তাঁরা বলেছেন যে টাটা ক্যাপিটাল লিমিটেডের আইপিও থেকে ২ বিলিয়ন ডলার পর্যন্ত সংগ্রহ করা যেতে পারে। অর্থাৎ কোম্পানির আইপিওর (Share Market) আকার ১৭,০০০ কোটি টাকার বেশি হতে পারে। এর পাশাপাশি এটাও জানা গিয়েছে যে, বিষয়টির পরিপ্রেক্ষিতে আলোচনা চলছে এবং এক্ষেত্রে পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে। তবে, এখনও পর্যন্ত টাটা গ্রুপের তরফে কোনও উত্তর আসেনি।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের “ধাক্কা”, ODI ক্রিকেট থেকে অবসর স্টিভ স্মিথের

অনেক কোম্পানি থেকে আইপিও আসবে: জানিয়ে রাখি যে, টাটা ক্যাপিটালের বোর্ড গত সপ্তাহে বিদ্যমান শেয়ার হোল্ডারদের ইক্যুইটি বিক্রির প্রস্তাব সহ ২৩০ মিলিয়ন শেয়ারের লিস্টিং অনুমোদন করেছে। এদিকে, ১৫.০৪ বিলিয়ন (১৭২ মিলিয়ন ডলার) ডলারের এর রাইটস ইস্যুও ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতের আইপিও বাজার সাম্প্রতিক শেয়ারের পতনকে কার্যত পাত্তাই দিচ্ছে না। এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়াও এই বছর লিস্টিং (Share Market) করার পরিকল্পনা করছে। যেখানে সম্ভাব্য ১.৫ বিলিয়ন ডলার সংগ্রহ করা হবে। এদিকে, প্রুডেনশিয়াল পিএলসি তার ভারতীয় ইউনিটের সম্ভাব্য ১ বিলিয়ন ডলারের আইপিওর জন্য ব্যাঙ্কগুলিকে সক্রিয় করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর