আদানির মাস্টারস্ট্রোক! দেশবাসীকে চমকে দিয়ে এবার নিয়ে ফেললেন বড় পদক্ষেপ

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে যত উন্নত হয়েছে বিজ্ঞান, ততই বদল এসেছে পরিবহন ক্ষেত্রে। এখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেকেরই ভরসা বিমান। তবে বিমান যাত্রার সাধ থাকলেও, সাধ্যের কথা ভেবে অনেকেই পিছিয়ে আসেন সেই ভাবনা থেকে। তবে এবার ভারতের বিমান যাত্রীদের জন্য বড় পদক্ষেপ নিলেন আদানি গ্রুপের (Adani Group) কর্ণধার গৌতম আদানি।

আদানি গ্রুপের (Adani Group) নয়া প্ল্যান

মুম্বাইয়ে (Mumbai) আদানি গ্রুপের নয়া বিমানবন্দরের মাধ্যমে কম খরচে বিমান ভ্রমণের স্বপ্ন পূরণ হতে পারে মধ্যবিত্তর। খুব শীঘ্রই নভি মুম্বাইতে শুরু হতে চলেছে আদানি গ্রুপের নয়া বিমানবন্দর। আদানি গ্রুপের এই বিমানবন্দরের মাধ্যমে যাত্রীরা যাতায়াত করতে পারবেন দেশের একাধিক প্রান্তে। এমনকি একাধিক আন্তর্জাতিক বিমানও ওঠা-নামা করবে আদানি গ্রুপের নয়া বিমানবন্দরে।

আরও পড়ুন : চরম ব্যর্থতা! ৭ দিনের মধ্যে রিপোর্ট দিন, রাজ্যকে কড়া নির্দেশ হাই কোর্টের

তাই অনেকেই বলছেন, অপেক্ষাকৃত কম ভাড়ায় যাত্রীরা সুযোগ পাবেন বিমান ভ্রমণের। নয়া বিমানবন্দর চালু হলে বাণিজ্য ক্ষেত্রে অন্যান্য সংস্থার থেকে নিঃসন্দেহে অনেকটাই এগিয়ে যাবে আদানি গোষ্ঠী। সূত্রের খবর, নভি মুম্বাইয়ে অবস্থিত আদানি গ্রুপের নয়া এই বিমানবন্দর হতে চলেছে বিমান সংস্থা ইন্ডিগোর (Indigo) নিজস্ব ঘাঁটি।

আরও পড়ুন : শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে ‘চাপা’ পড়েনি কোনও ছাত্র! যাদবপুর কাণ্ডে পাল্টা চাঞ্চল্যকর অভিযোগ দেবাংশুর

অনেকের মতে, আদানি গ্রুপের (Adani Group) এহেন পদক্ষেপ আগামী দিনে বড় প্রতিযোগিতার মুখে ফেলে দেবে টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট এমনকি আকাসাকেও। মুম্বাইয়ের পার্শ্ববর্তী এলাকায় ২২ মাইল এলাকা জুড়ে গড়ে উঠেছে আদানি গোষ্ঠীর (Adani Group) নয়া এই বিমানবন্দর (Airport)।

অত্যাধুনিক বিশালাকার এই বিমানবন্দরে একসাথে যেমন একাধিক বিমান অবস্থান করতে পারবে, ঠিক তেমনই কম খরচে আকাশপথে যাত্রীরা পৌঁছে যেতে পারবেন গন্তব্যে। আদানি গ্রুপের প্রাথমিক অনুমান, নয়া এই বিমানবন্দরের মাধ্যমে যাতায়াত করতে পারবেন প্রায় ২১ মিলিয়ন যাত্রী। খুব সহজেই এই বিমানবন্দর থেকে যাত্রা করা যাবে দুবাই, লন্ডন বা সিঙ্গাপুরে।

Adani Group new plan for indiaআদানি গোষ্ঠীর নয়া এই বিমানবন্দর চালু হলে ভার অনেকটাই লাঘব হবে মুম্বাই এয়ারপোর্টের। পাশাপাশি সংশ্লিষ্ট মহলের ধারণা, আগামী দিনে বাণিজ্য নগরী মুম্বাইয়ের অর্থনীতির ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে চলেছে আদানি গোষ্ঠীর এই বিমানবন্দর। অনেকের মতে আবার অদূর ভবিষ্যতে আদানি এয়ারপোর্ট হয়ে উঠবে দেশের বাণিজ্য ক্ষেত্রের প্রাণকেন্দ্র।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর