বাংলাহান্ট ডেস্ক : আমেরিকার তরফে ভারত (India) সহ বিশ্বের একাধিক দেশের উপর পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার সেই হুঁশিয়ারিকেই বাস্তব রূপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২ এপ্রিল থেকে ভারতের (India) উপর পাল্টা শুল্ক চাপানোর ঘোষণা করলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট।
ভারতের (India) উপর চাপানো হবে পাল্টা শুল্ক
মার্কিন কংগ্রেসের ভাষণে ট্রাম্প জানান, “ইউরোপীয় ইউনিয়ন, চিন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা অসংখ্য দেশ আমাদের উপর আমাদের চেয়েও বেশি শুল্ক আরোপ করে। যা খুবই অন্যায্য।” ভারতের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত আমাদের কাছ থেকে ১০০%-এরও বেশি গাড়িতে শুল্ক আদায় করে। আমাদের পণ্যের উপর চিনের গড় শুল্ক আমরা তাদের কাছ থেকে আদায় করি তার দ্বিগুণ। দক্ষিণ কোরিয়ার গড় শুল্ক চারগুণ বেশি।”
আরও পড়ুন : বেতন বাড়বে বাসচালকদের, ‘বঞ্চিত’ কন্ডাক্টররা! এখন থেকেই চিন্তায় পরিবহণ দফতর
মার্কিন কংগ্রেসে ট্রাম্পের (Donald Trump) আরও বক্তব্য, ”ট্রাম্প প্রশাসনের জমানায় আমেরিকায় পণ্য তৈরি না করলে শুল্ক গুনতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি। দশক ধরে বিভিন্ন দেশ আমাদের উপর শুল্ক চাপিয়ে রেখেছিল। এখন আমাদের পালা তাদের বিরুদ্ধে শুল্ক অস্ত্র প্রয়োগ করার।”
আরও পড়ুন : চরম ব্যর্থতা! ৭ দিনের মধ্যে রিপোর্ট দিন, রাজ্যকে কড়া নির্দেশ হাই কোর্টের
এদিন মার্কিন প্রেসিডেন্ট (President) বলেন, ১ এপ্রিল থেকেই শুল্ক নীতি প্রযোজ্য করা যেত। তবে ‘এপ্রিল ফুল’ ভেবে অনেকেই মজা করবেন। তাই ২ এপ্রিল থেকে পাল্টা শুল্ক নীতি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মার্কিন কংগ্রেসে ট্রাম্পের ভাষণের পর করতালি দিয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানান তাঁর অনুগামীরাও।
আমেরিকার (United States of America) তরফ থেকে ইতিমধ্যেই মেক্সিকো ও কানাডার উপর পাল্টা ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। আমেরিকার শুল্কনীতিকে চ্যালেঞ্জ করে পাল্টা শুল্ক চাপিয়েছেন জাস্টিন ট্রুডোও। এমনকি চিনের ক্ষেত্রে শুল্ক ১০% থেকে বৃদ্ধি করে ২০% করেছে ট্রাম্প প্রশাসন। এবার আগামী এপ্রিল থেকে ভারতের উপর পাল্টা শুল্ক চাপানোর ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প।