সময় লাগবে মাত্র আধঘন্টা! এবার আরও সহজ হল কেদারনাথ দর্শন, বড় পদক্ষেপ মোদী সরকারের

বাংলাহান্ট ডেস্ক : স্কন্দ পুরাণ অনুসারে হিন্দুদের চারধাম যাত্রা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়ে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, চারধাম যাত্রার মাধ্যমে মুক্তি মেলে সকল ধরনের পাপ থেকে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী নিয়ে গড়ে উঠেছে ভারতের চারধাম। এতদিন কেদারনাথ (Kedarnath) যাত্রার উদ্দেশ্যে হাজার হাজার পুণ্যার্থী পায়ে হেঁটে পাড়ি দিতেন মাইলের পর মাইল পথ।

ভারতে কেদারনাথ (Kedarnath) যাত্রা নিয়ে বড়সড় আপডেট

তবে মোদি সরকারের (Central Government) উদ্যোগে এবার বড় উপহার পেতে চলেছেন পুণ্যার্থীরা। এবার পাহাড়ি রাস্তায় ট্রেক করে কেদার পৌঁছানোর বদলে পুণ্যার্থীরা বেছে নিতে পারবেন রোপওয়ের পথ। সম্প্রতি জাতীয় রোপওয়ে উন্নয়ন কর্মসূচির আওতায় কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত রোপওয়ে নির্মাণের অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন : একী কাণ্ড! এবার নতুন চিন্তায় ঘুম উড়ল খোদ SBI-র, গ্রাহকদেরও করা হল সতর্ক

রোপওয়ের মাধ্যমে সংযুক্ত হবে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ (Kedarnath) পর্যন্ত দীর্ঘ ১২.৯ কিলোমিটার পথ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন,  ৪ হাজার ৮১ কোটি টাকা খরচ করে তৈরি হবে এই রোপওয়ে। নয়া রোপওয়ে চালু হয়ে গেলে ৮-৯ ঘণ্টার পথ অতিক্রম করা যাবে মাত্র ৩৬ মিনিটেই। সোজা কথায়, ভারতে কেদার যাত্রার দীর্ঘ দুর্গম পথ পাড়ি দেওয়া যাবে মাত্র আধা ঘণ্টাতেই।

আরও পড়ুন : আশঙ্কাই হল সত্যি! এবার ভারত নিয়ে কড়া সিদ্ধান্ত আমেরিকার, বড় ঘোষণা করলেন স্বয়ং ট্রাম্প

কেদারনাথের (Kedarnath) পাশাপাশি, অনুমোদন দেওয়া হয়েছে উত্তরাখণ্ডের  গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহিব পর্যন্ত ১২.৪ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে প্রকল্প উন্নয়ন প্রকল্পেও। একটি বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে নির্মাণ ও পরিচালনা করা হবে সোনপ্রয়াগ থেকে কেদারনাথের রোপওয়েটি। রোপওয়ে তৈরির কাজ সম্পন্ন হয়ে গেলে প্রতিদিন যাতায়াত করতে পারবেন প্রায় ১৮ হাজার যাত্রী।

Central Government plan for Kedarnath.

কেদারনাথের (Kedarnath) পাশাপাশি রোপওয়ে পরিষেবা চালু করা হবে গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেব পর্যন্তও ১২.৪ কিলোমিটার দীর্ঘ পথেও। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার খরচ করবে ২,৭৩০ কোটি ১৩ লক্ষ টাকা। এই রোপপয়ে লাইন হেমকুণ্ড সাহিবে ও ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আগত যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সহায়ক হয়ে উঠবে আগামী দিনে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর