জমে উঠেছে TRP-র খেল, মাস ঘুরতেই চ্যানেল বদলে জি বাংলায় ফিরছেন জলসার এই অভিনেতা!

বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই একের পর এক চমক দিয়েই চলেছে জি বাংলা। এক ধাক্কায় তিন তিনটি নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে এই চ্যানেলে। দুগ্গামণি ও বাঘমামা, তুই আমার হিরো, চিরদিনই তুমি যে আমার এর মতো সিরিয়াল শুরু হচ্ছে জি বাংলায়। আর এই ধারাবাহিকগুলির (Serial) হাত ধরেই দীর্ঘদিন পর কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

 জি বাংলার সিরিয়ালে (Serial) ফিরছেন অভিনেতা

‘কার কাছে কই মনের কথা’র পর নতুন সিরিয়াল ‘(Serial) দুগ্গামণি’র হাত ধরে জি বাংলার পর্দাতেই কামব্যাক করেছেন মানালি মনীষা দে। আগামীতে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে (Serial) দীর্ঘ বিরতির পর ফিরছেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল। বেশ কয়েক বছর পর ছোটপর্দায় দেখা যাবে তাঁদের। এবার এল আরো এক বড় সুখবর। টানা কয়েক বছর পর আবারো জি বাংলায় ফিরছেন জনপ্রিয় নায়ক।

This actor is coming back in zee bangla serial

কোন সিরিয়ালে দেখা যাবে: ছোটপর্দার দীর্ঘদিনের সদস্য তিনি। জি বাংলা, স্টার জলসার মতো তথাকথিত প্রথম সারির চ্যানেলের পাশাপাশি অন্য চ্যানেলের সিরিয়ালেও (Serial) দেখা গিয়েছে তাঁকে। সদ্য জলসার নতুন মেগায় কামব্যাক করেছেন তিনি। এবার জি বাংলার পালা। কথা হচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তীর ব্যাপারে। খুব শীঘ্রই জি বাংলার নতুন সিরিয়ালে (Serial) দেখা যাবে তাঁকে। সায়ক নিজেই দিয়েছেন সেই সুখবর।

আরো পড়ুন : TRP আনতে “মোক্ষম” মোচড়, নতুন স্লটে খোদ নায়িকাই সরছেন সিরিয়াল থেকে!

মুখ খুললেন নায়ক: লম্বা বিরতির পর স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের ‘চিরসখা’ সিরিয়ালে (Serial) কামব্যাক করেছেন সায়ক। আর কিছুদিন যেতে না যেতেই এবার আরেকটি দারুণ খবর শোনালেন অভিনেতা। ‘করুণাময়ী রাণী রাসমণি’র পর আবারো জি বাংলায় ফিরতে চলেছেন তিনি। আসন্ন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে (Serial) দেখা যাবে তাঁকে। দীর্ঘ বিরতির পরেই পর্যন্ত দুটো সিরিয়ালের কাজ। সায়কের কথায়, অনেকটা অপেক্ষার পর যখন পরপর দুটো কাজ আসে, তখন খুবই ভালো লাগে।

আরো পড়ুন : নতুন স্লটে গল্পের “নয়া অধ্যায়”, তবুও অমিল দর্শক, বাধ্য হয়ে এই সিরিয়াল নিয়ে সিদ্ধান্ত নিয়েই ফেলল চ্যানেল!

সায়ক বলেন, ‘লীনাদি’ই শুরুটা করে দিয়েছিলেন। তারপর থেকে পরপর ভালো সুযোগ আসছে। তার মধ্যে থেকে তুই আমার হিরোকেই বেছে নিয়েছেন তিনি। উল্লেখ্য, সৌভিক চক্রবর্তী এবং শ্রীজিৎ রায়ের যৌথ প্রযোজনা সংস্থার এটাই প্রথম প্রোজেক্ট হতে চলেছে। বাক্স বদল, কাদম্বিনী, রাণী রাসমণির পর এবার তুই আমার হিরো। সায়কের কথায়, এটা তাঁর ‘ঘর ওয়াপসি’।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর