বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল (Serial) শুরু হওয়া মানে তা এক সময় না এক সময় শেষ হবেই। প্রতিটি গল্পেরই একটা শেষ থাকে। অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিককেও এক সময় বিদায় জানাতে হয় দর্শকদের। সম্প্রতি এমনি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন জি বাংলার দর্শকেরা। একসঙ্গে দু দুটি সিরিয়াল (Serial) বন্ধ হচ্ছে এই চ্যানেলের।
বড়সড় পরিবর্তন আসছে জি বাংলা চ্যানেলে (Serial)
আমূল বদল হতে চলেছে জি বাংলা চ্যানেলের। সিরিয়ালগুলির (Serial) ক্ষেত্রে বড়সড় পরিবর্তন দেখা যাবে। কারণ দুটি সিরিয়াল বন্ধের সঙ্গে সঙ্গে সেখানে জায়গা দখল করছে তিনটি নতুন ধারাবাহিক। আবার কিছু সিরিয়ালের স্লট বদলও হচ্ছে। মূলত টিআরপিতে পিছিয়ে পড়েই সিরিয়াল (Serial) শেষ হচ্ছে। এর মধ্যে কয়েক মাস পুরনো ধারাবাহিক যেমন রয়েছে, তেমনি আবার আড়াই-তিন বছরের পুরনো সিরিয়ালও রয়েছে।
শেষ হচ্ছে নিম ফুলের মধু: মনের কষ্ট চেপে রেখেই দর্শকরা বিদায় জানাচ্ছে ‘নিম ফুলের মধু’কে। প্রায় তিন বছরের পুরনো সিরিয়ালটি (Serial) এবার শেষের পথে। ইতিমধ্যেই শেষ দিনের শুটিং সেরে ফেলেছে দত্ত পরিবার। তার জায়গায় নতুন সিরিয়াল (Serial) শুরুর ঘোষণাও হয়ে গিয়েছে। কিন্তু নিম ফুল নিয়ে এখনো অব্যাহত রয়েছে চর্চা। শেষ সম্প্রচারের তারিখ সামনে এসেছে এই সিরিয়ালের (Serial)। কিন্তু কীভাবে শেষ হবে গল্প?
কীভাবে শেষ হবে সিরিয়াল: টেলিপাড়ায় জোর গুঞ্জন, মৃত্যুর মধ্যে দিয়েই শেষ হতে চলেছে নিম ফুলের মধু। বর্তমানে সিরিয়ালের (Serial) শেষ লগ্নে দেখা যাচ্ছে, অভিষেকের ভাই পুঁটিকে মেরে ফেলতে চাইছে। আর তার সঙ্গে হাত মিলিয়েছে ইশা। তবে এখনো পর্যন্ত তার মুখোশ খোলা যায়নি। কিন্তু দর্শকদের একাংশের মতে, এবার ইশার খেলা শেষ হওয়ার পথে।
আরো পড়ুন : জমে উঠেছে TRP-র খেল, মাস ঘুরতেই চ্যানেল বদলে জি বাংলায় ফিরছেন জলসার এই অভিনেতা!
গুঞ্জন শোনা যাচ্ছে, এবার পুলিশের গুলিতে চিরতরে শেষ হবে ইশা। দত্ত বাড়ির সবথেকে পুরনো শত্রুর শেষের মধ্যে দিয়েই থামবে সিরিয়াল (Serial)। তবে শেষটা ইতিবাচক হবে বলেই জানা যাচ্ছে। আগামী ৯ ই মার্চ শেষ হচ্ছে নিম ফুলের মধু। শেষ পর্বে কী চমক থাকছে সেটাই দেখার অপেক্ষা।