একের পর এক “অবিচার”, বছর ঘোরার আগেই বিরাট “ধাক্কা”! জলসার মেগার জন্য দাবি রাখলেন দর্শক

বাংলাহান্ট ডেস্ক : টিআরপি ধরতে নানান সিদ্ধান্ত নিতেই থাকে বিভিন্ন চ্যানেল। কোন সিরিয়াল (Serial) কোন স্লটে যাবে তা সাধারণত নির্ধারণ করে চ্যানেল কর্তৃপক্ষ। মূলত টিআরপি কম থাকলেই সিরিয়ালের (Serial) স্লট বদল হয়। তবে অনেক সময় টিআরপি বেশি থাকা সত্ত্বেও স্লট পরিবর্তন করা হয় বিভিন্ন ধারাবাহিকের।

জলসার সিরিয়াল (Serial) নিয়ে নতুন গুঞ্জন

স্টার জলসা চ্যানেলে আগেই স্লট বদল হয়েছে এক সিরিয়ালের (Serial)। ভালো টিআরপি থাকা সত্ত্বেও সময় বদলৈ দেওয়া হয়েছে ধারাবাহিকের। এদিকে ওই জায়গায় যে নতুন সিরিয়াল (Serial) আনা হয়েছে তার অবস্থা আরো খারাপ। জি বাংলার ধারাবাহিকের কাছে স্লটহারা হতে হচ্ছে নতুন ধারাবাহিককে। এবার পুরনো সিরিয়াল (Serial) নিয়ে আবারো এল খারাপ খবর।

Star Jalsha may take another decision for this serial

ফের বদলাবে স্লট: কথা হচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘শুভ বিবাহ’ নিয়ে। আগে রাত নটায় সম্প্রচারিত হত সিরিয়ালটি (Serial)। কিন্তু ‘চিরসখা’র জন্য বদল হয় স্লট। বর্তমানে রাত সাড়ে দশটায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক (Serial)। কিন্তু এবার নতুন গুঞ্জন বলছে, আবারো পরিবর্তন হতে চলেছে শুভ বিবাহর স্লট।

আরো পড়ুন : “বিদায়…”, স্লট বদলেও “নড়বড়ে” TRP, সিরিয়াল ছাড়লেন খোদ নায়ক

কী বলছে দর্শকরা: টেলিপাড়ার গুঞ্জন বলছে, আবারো স্লটহারা হতে পারে শুভ বিবাহ। আসলে স্টার জলসায় খুব শীঘ্রই নতুন কিছু ধারাবাহিক (Serial) শুরু হবে। আর সেগুলিকে দেওয়া হবে প্রাইম স্লটে। বর্তমানে প্রাইম স্লটে থাকা কম টিআরপির ধারাবাহিককে পাঠানো হতে পারে নন প্রাইম স্লটে। সেক্ষেত্রে এবার হয়তো শেষই করে দেওয়া হতে পারে শুভ বিবাহকে (Serial)। এদিকে এমন গুঞ্জন শুনে রীতিমতো ক্ষুব্ধ দর্শকরা।

আরো পড়ুন : TRP-তে জি-এরই জয়জয়কার, সিরিয়াল শুরুর আগেই “ইতিহাস” গড়ল চ্যানেল

অনেকেই দাবি জানিয়েছেন, প্রথম থেকে শুভ বিবাহর সঙ্গে যেভাবে ‘অবিচার’ হয়ে চলেছে, তাতে এই সিরিয়ালটি শেষ হয়ে গেলেই ভালো। তবে গুঞ্জন তুঙ্গে উঠলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত হয়নি। যদিও টেলিপাড়ার অন্দরের খবর, এখনই নয়। আগামী এপ্রিল-মে মাস নাগাদ সম্ভবত শেষ হতে পারে শুভ বিবাহ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর