বাংলাহান্ট ডেস্ক : হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র কৈলাস-মানস সরোবর যাত্রা। তবে কোভিড মহামারীকাল থেকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত কৈলাস পর্বতের দর্শন বন্ধ ছিল দীর্ঘদিনযাবৎ। পূর্ব লাদাখে ভারত-চিন (India-China) সংঘর্ষের পর কেটে গিয়েছে প্রায় চার বছরেরও বেশি সময়।
ভারত-চিনের (India-China) নয়া সমীকরণ
উত্তপ্ত এই পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে সব ধরনের কার্যকলাপ বন্ধ ছিল সীমান্তে। তবে অবশেষে দুই দেশের পারস্পরিক বোঝাপড়ায় চলতি বছরের মে মাস থেকে ফের শুরু হতে চলেছে কৈলাস-মানস সরোবর যাত্রা। এমনকি মানস সরোবর যাত্রার আগে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হতে পারে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা।
আরও পড়ুন : ‘দিদি নাম্বার ওয়ান’এর সাজেশন নিয়ে H.S. পরীক্ষা! পড়ুয়া বললেন, “ফেলও করতে পারি”
ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সরাসরি বিমান পরিষেবা শুরু করা নিয়ে ইতিমধ্যেই এক প্রস্থ বৈঠক হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে। বিদেশ সচিব পর্যায়ের এই বৈঠকে যোগ দিতে চিনের (China) রাজধানী বেজিংয়ে উড়ে যান ভারতের (India) বিদেশ সচিব বিক্রম মিসরি। বৈঠকে একাধিক বিষয় নিয়ে সমঝোতায় এসেছে দুই দেশ।
আরোও পড়ুন : দর্শকদের দাবিতে “পুনর্জন্ম”, TRP টানতে নয়া নায়কের এন্ট্রি জি বাংলার জনপ্রিয় সিরিয়ালে
কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানিয়েছেন, ‘দু’দেশের সরকার মে মাস থেকে দিল্লি, লখনৌ এবং কলকাতা থেকে লাসা-র মধ্যে সরাসরি ফের উড়ান চালুর কথা বিবেচনা করছে। মার্চের শেষে দু’দেশের সরকার এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে।’ জানা গিয়েছে, বিমান পরিষেবা চালুর বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি করতে চলেছে ভারত ও চিন।
ভারত থেকে লাসা-র গোংগার বিমানবন্দরের মধ্যে উড়ান পরিষেবা শুরু নিয়ে আলোচনাও হয়েছে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং টিবেট এয়ারলাইন্সের সাথে। পাশাপাশি ভারত থেকে বেজিং, গুয়াংঝ়ু, সাংহাই, চেংডু এবং কুনমিং-এর মধ্যেও সরাসরি বিমান পরিষেবাও (Flight Service) শুরু হতে পারে খুব শীঘ্রই।