বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক বছর ধরেই চরম আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছে ভারতের পড়শি দেশ পাকিস্তান (India-Pakistan)। কোনওভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না সেদেশের সরকার। যদিও, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে উন্নয়নের মাপকাঠিতে ভারতের (India-Pakistan) সঙ্গে টক্কর দেওয়ার কথা বলতে শোনা যায়।
ভারতের সাথে টক্কর দিতে গিয়ে নাকানি-চোবানি খাচ্ছে পাকিস্তান (India-Pakistan):
তবে সাম্প্রতিক একটি রিপোর্ট তাঁর ওই স্বপ্নকে ভেঙে দিতে পারে। সম্প্রতি গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫-এ সন্ত্রাসবাদ দ্বারা প্রভাবিত দেশের তালিকায় পাকিস্তান বিশ্বের দ্বিতীয় স্থানে পৌঁছেছে। এই তালিকায় পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে শুধু বুরকিনা ফাসো। এদিকে, তিন নম্বরে রয়েছে সিরিয়ার নাম।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সিডনিতে স্থিত ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস দ্বারা প্রতি বছর গ্লোবাল টেররিজম ইনডেক্স প্রকাশিত হয়। এমতাবস্থায়, ২০২৫ সালের রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক বছরে ভারতের এই পড়শি দেশে (India-Pakistan) সন্ত্রাসবাদী ঘটনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ওই রিপোর্টে এই সংক্রান্ত কিছু পরিসংখ্যানও উঠে এসেছে। যেখানে বলা হয়েছে, ২০২৩ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার সংখ্যা ৫১৭ থেকে দ্বিগুণ হয়ে ২০২৪ সালে বেড়ে হয়েছে ১,০৯৯।
আরও পড়ুন: যাহ! মহাকুম্ভের জেরে চরম সঙ্কটে ব্যাঙ্কগুলি, বড় পদক্ষেপ নিতে চলেছে RBI
চিন্তা বাড়াচ্ছে TTP: পাকিস্তানের এই অবস্থার সবচেয়ে বড় কারণ হিসেবে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP) এবং অন্যান্য কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাবকে দায়ী করা হয়েছে। এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি টানা দ্বিতীয় বছরে পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
আরও পড়ুন: ভারতকে টক্কর দিতে পরিকল্পনা তৈরি চিনের! নিয়ে ফেলল বড় পদক্ষেপ….জানলে হবেন “থ”
পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে, TTP পাকিস্তানে ৪৮২ টি হামলা চালিয়েছে। যেখানে প্রাণ হারান ৪৫৮ জন। এদিকে, ২০২৩ সালে হামলায় ২৯৩ জন নিহত হন। খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয় ওই অঞ্চলগুলিতেই, দেশের ৯০ শতাংশ সন্ত্রাসবাদী ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।