বাংলা হান্ট ডেস্কঃ চলতি মাসেই বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলা উঠবে সুপ্রিম কোর্টে। আদালত সূত্রে খবর, আগামী ২৫ মার্চ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সেই ডিএ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে।
ডিএ মামলা নিয়ে কী আপডেট সামনে? Dearness Allowance
বহু বছরের প্রতীক্ষা। এর আগে মোট ১৪ বার ডিএ মামলার (Dearness Allowance) শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। এবারে কী কোনো সুরাহা হবে? প্রশ্ন সরকারি কর্মীদের মনে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট অনুযায়ী আগামী ২৫ মার্চ ডিএ মামলার (DA Case) শুনানি সর্বোচ্চ আদালতে। যদিও কোন বেঞ্চে সেই মামলা উঠবে, তা এখনও জানানো হয়নি।
এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সামাজিক মাধ্যমে। তিনি লেখেন, ‘গতকাল ডিএ মামলার Advance list-এ জানিয়ে ছিলাম যে ডিএ মামলাটি ৯৫ নং আছে৷ কিন্তু অনেকেই ফোন করে বা এফবি পেজে বুঝতে না পেরে ভুল ব্যাখ্যা করছেন৷ এটা ভুল হওয়ার কথা নয়৷’
বুঝিয়ে তিনি লেখেন, ‘গত (০৭.০১.২৫ মামলা) বারেও আমি অ্যাডভান্স লিস্ট প্রকাশ করেছিলাম৷ সেবার ৭০৬ নং ছিল৷ এবার এই অ্যাডভান্স লিস্টে ০১ থেকে ৭৬৮ পর্যন্ত সিরিয়ালে আমাদের স্থান ৯৫ তে এসেছে৷ ফাইনাল কজ লিস্টে সিরিয়াল নম্বর সহ অনান্য বিস্তারিত থাকবে৷ তখন তা জানিয়ে দেওয়া হবে৷’
আরও পড়ুন: নারী দিবসে নারীদের অবদানকে সম্মান! অভিষেকের সেবাশ্রয় শিবিরে অভিনব উদ্যোগ
প্রসঙ্গত, সেই ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে ২০২৫ সাল। এর মাঝে বহুবার ডিএ মামলা শুনানির জন্য উঠলেও শেষমেষ শুনানি হয়নি। বারে বারে পিছিয়ে গিয়েছে তারিখ। তাই এবারে কিছুটা উদ্বেগও রয়েছে সরকারি কর্মীদের মনে। সবশেষে কী হয় সেটাই দেখার।