চার মাসে “ডবল” বদল, ফের মুখ পরিবর্তন হচ্ছে স্টার জলসার এই সিরিয়ালে!

বাংলাহান্ট ডেস্ক : টিআরপি টানতে কোনো না কোনো চমক এনেই চলেছে সিরিয়ালগুলি (Serial)। দর্শক দেখলে তবেই আসবে নম্বর। টিআরপি ভালো না থাকলেও বর্তমান প্রতিযোগিতায় টিকে থাকা খুবই কঠিন। একদিকে যেমন ‘অনুরাগের ছোঁয়া’র মতো বহু পুরনো সিরিয়াল (Serial) রয়েছে, যা বছরের পর বছর ধরে নামমাত্র টিআরপি নিয়েও রমরমিয়ে চলছে। আবার তেমনি অন্যদিকে কিছু সিরিয়াল (Serial) বছর ঘোরার আগেই শেষ করে দেওয়া হয় টিআরপির অভাবেই।

সব চ্যানেলের সিরিয়ালেই (Serial) আসছে বদল

এখন সব সিরিয়ালেই বদল আসছে। আগের থেকে সব ধারাবাহিকেরই (Serial) সময় কমেছে। কম সময়েই টিআরপি ধরতে তাই প্রতিনিয়ত কোনো না কোনো টুইস্ট নিয়ে আসতে হচ্ছে নির্মাতাদের। তবে সবসময়ই যে এইসব চমকের জেরে নম্বর বাড়ে এমনটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায়, গল্পে টুইস্টের অভাব না থাকলেও টিআরপিতে তেমন কোনো প্রভাব পড়ে না।

Again heroine face changed in this serial

জলসার সিরিয়ালেও কম টিআরপি: সম্প্রতি স্টার জলসার কিছু সিরিয়ালের (Serial) ক্ষেত্রেও এমনটাই দেখা যাচ্ছে। টিআরপি তালিকায় বেশ পিছিয়ে রয়েছে সিরিয়াল (Serial) গুলি। অথচ গল্পে চমক আনতে কোনো কসুরই কিন্তু বাকি রাখছেন না নির্মাতারা। কিন্তু দর্শকদের মন জয় করতে ব্যর্থ হলেই কমতে থাকে নম্বর।

আরো পড়ুন : একটি মন্তব্যেই কেরিয়ার শেষ! কমেডি শো মামলায় অসম পুলিশের কাছে হাজিরা রণবীরের

প্রাইম স্লটের সিরিয়ালেও বদল: স্টার জলসার প্রাইম স্লটের কিছু সিরিয়ালের (Serial) পাশাপাশি নন প্রাইম স্লটের কিছু ধারাবাহিকও টিআরপিতে বেশ পিছিয়ে রয়েছে। এর মধ্যে অন্যতম ‘রোশনাই’। গত বছর এপ্রিল মাসে শুরু হয়েছিল সিরিয়ালটি। এক বছর এখনো হয়নি। এর মধ্যেই একাধিক পরিবর্তন হয়েছে ধারাবাহিকের (Serial)। শুরু হতে না হতেই বদলে গিয়েছিল নায়িকা। তারপর হয় স্লট বদল। চার মাস হতে না হতেই এবার আবারো বড় পরিবর্তন হল রোশনাইতে।

আরো পড়ুন : জোড়া দুঃসংবাদ! নতুন মেগার কোপে বিপাকে দুই মেগা, বড় সিদ্ধান্ত জলসার

এতদিন আরণ্যকের বোন দুষ্টুর চরিত্রে দেখা যাচ্ছিল অভিনেত্রী রিয়া রায়কে। কিন্তু এবার রাতারাতি বদলে গেল এই চরিত্রের মুখ। এবার থেকে অভিনেত্রী সঞ্চালিকা পালকে দেখা যাবে এই ভূমিকায়। হঠাৎ করেই এমন বদলে রোশনাই ভক্তদের মুখ ভার। যদিও এতে ধারাবাহিকের টিআরপিতে কোনো রদবদল হবে কিনা সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর