তৃণমূলে আসতে তৈরি ৪ জন BJP সাংসদ! ছাব্বিশের ভোটের আগেই কুণালের দাবিতে তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬-এ রাজ্যে বিধানসভা ভোট। তার বছরখানেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে দলবদলের পালা। সম্প্রতি বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তুলে নিয়েছেন দলীয় পতাকা। তার রেশ পুরোপুরি কাটার আগেই বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, বিজেপির অন্তত চারজন সাংসদ তৃণমূলে আসার জন্য তৈরি হয়ে আছেন।

বিজেপিতে ভাঙন? ইঙ্গিত দিলেন কুণাল (Kunal Ghosh)

ভোটের আগে দলবদল একেবারেই নতুন নয়। কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যান, কেউ আবার বিজেপি ছেড়ে নাম লেখান শাসকদলে। চব্বিশের লোকসভা নির্বাচনের আবহেও দেখা গিয়েছিল এই ছবি। ছাব্বিশের ভোটের প্রাক্কালে তাপসীর দলবদলের মাধ্যমে সেই ধারা শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায় বড় মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, বিজেপিতে অন্তত ৪ জন সাংসদ তৈরি হয়ে বসে রয়েছেন। একাধিক বিধায়কও তৈরি। কেবল সময়ের অপেক্ষা। গেরুয়া শিবিরের অন্তত ১০ থেকে ১২ জন নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি করেন তৃণমূল নেতা।

আরও পড়ুনঃ দোলের দিন ঝেঁপে বৃষ্টি! ৩ জেলায় জারি হলুদ সতর্কতা! একনজরে আবহাওয়ার খবর

কুণালের কথায়, অনেকে তৈরি। তবে এখনও যদি বিজেপিতে থাকেন, তাহলে আমাদের সুবিধা। তাহলে আমাদের খবরগুলোও পেতে পারি। প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তৃণমূল (TMC) নেতা। তাঁর কথায়, এই প্রক্রিয়া তো নতুন কিছু নয়। তাঁরাই আসতে চাইছেন। এর মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস তাঁদের আনতে চায়।

Kunal Ghosh

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এখনও বছরখানেক বাকি। তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে দলবদলের পালা। ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তিনি একসময় সিপিএমের অংশ ছিলেন। পরবর্তীতে নাম লেখান বিজেপিতে। এবার গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নিলেন।

এই আবহে কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, বিজেপির একাধিক সাংসদ-বিধায়ক তৃণমূলে আসতে তৈরি। প্রায় ১০-১২ জন নিয়মিত যোগাযোগ রাখছেন। তৃণমূল নেতার এহেন দাবি গেরুয়া শিবিরের স্নায়ুর চাপ বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর