বাংলা হান্ট ডেস্কঃ ভারতের প্রাচীনতম হাইকোর্ট হল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার এই উচ্চ আদালতেই নয়া নজির! ১৬৩ বছরের ইতিহাসে এই প্রথম! সোমবার কলকাতা হাইকোর্টে তিনজন নতুন বিচারপতি শপথগ্রহণ করেছেন। নবনিযুক্ত বিচারপতি স্মিতা দাস দে, বিচারপতি ওম নারায়ণ রাই ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রকে শপথবাক্য পাঠ করান উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (TS Sivagnanam)। হাইকোর্টের এক নম্বর কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করানো হয়। এরপরেই এই নজির তৈরি হয়।
১৬৩ বছরের ইতিহাসে এই প্রথম যা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)…
সোমবার নবনিযুক্ত তিন বিচারপতির শপথের সঙ্গেই কলকাতা হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ জন। এই উচ্চ আদালতে ৭২ জন বিচারপতি থাকার কথা। তার চেয়ে অনেকটাই কম জাস্টিস রয়েছেন। সম্প্রতি আবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি।
এদিকে হাইকোর্টের (Calcutta High Court) নবনিযুক্ত তিন বিচারপতির মধ্যে একজন মহিলা বিচারপতি রয়েছেন। ফলে এই উচ্চ আদালতে মহিলা বিচারপতির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এখানে ৮ জন মহিলা বিচারপতি রয়েছেন। যা কিনা ১৬৩ বছরের ইতিহাসে প্রথম! এই প্রথমবার একসঙ্গে ৮ জন মহিলা বিচারপতি থাকছে কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুনঃ বিধানসভার ভেতর খুন হতে পারেন শুভেন্দু অধিকারী! খোদ বিধায়কের দাবিতে তোলপাড়
বর্তমানে কলকাতা হাইকোর্টে যে মহিলা বিচারপতিরা (Women Justice) রয়েছেন, তাঁরা হলেন, বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি শুভ্রা ঘোষ, বিচারপতি শম্পা সরকার, বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি শম্পা দত্ত (পাল), বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (দাস) ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়। এবার সেই তালিকাতেই জুড়ল নবনিযুক্ত বিচারপতি স্মিতা দাস দে-র নাম।
সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশের হাইকোর্টগুলির মধ্যে সবচেয়ে বেশি মহিলা বিচারপতি রয়েছে মাদ্রাজ হাইকোর্ট এবং পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। সেখানে মহিলা বিচারপতির সংখ্যা ১৩ জন। বম্বে হাইকোর্টে ১১ জন মহিলা বিচারপতি রয়েছেন।
বর্তমানে মহিলা বিচারপতিদের সংখ্যার নিরিখে পাঁচ নম্বরে রয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নাম। আবার এদেশে এমন অনেক উচ্চ আদালতও রয়েছে যেখানে কোনও মহিলা বিচারপতি নেই। উত্তরাখণ্ড, ত্রিপুরার মতো হাইকোর্টে বর্তমানে কোনও মহিলা বিচারপতি নেই।