বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনে এখনও পর্যন্ত অগুন্তি সিরিয়াল (Serial) তৈরি হয়েছে। কিন্তু তার মধ্যে থেকে গুটিকয়েক ধারাবাহিক আজও দর্শকদের মনে উজ্জ্বল হয়ে রয়েছে। আসলে সেই সব সিরিয়ালের গল্প, বিভিন্ন চরিত্রের অভিনয় দক্ষতা সব মিলিয়েই ভালোলাগা তৈরি হয়েছে দর্শকদের মনে। অনেক বছর কেটে গেলেও ধারাবাহিকগুলির (Serial) স্মৃতি ফিকে হয়নি দর্শকদের মনে।
টিআরপি (Serial) কমতেই শুরু ট্রোল
সিরিয়াল (Serial) শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতা অভিনেত্রীরাও পুরনো চরিত্রের খোলস ছেড়ে নতুন চরিত্র নিয়ে ফেরেন। আবার শুরু হয় নতুন গল্প। তবে সেটা যে পুরনো সিরিয়ালের (Serial) মতোই হিট হবে সবসময়, এমনটা নাও হতে পারে। তখনই নায়ক নায়িকার কপালে জোটে সমালোচনা, ট্রোলিং। এই মুহূর্তে জি বাংলার একটি সিরিয়াল (Serial) নিয়েও যেমনটা চলছে নেটপাড়ায়।
নতুন মেগায় ফিরেছেন নায়ক: সম্প্রতি নতুন সিরিয়াল (Serial) নিয়ে জি বাংলায় কামব্যাক করেছেন ‘বেঙ্গল টপার’ মেগার নায়ক আদৃত রায়। ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে আইনজীবী ধ্রুবর চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু দর্শকদের মনের কাছাকাছি পৌঁছাতে ব্যর্থ হচ্ছে সিরিয়ালটি (Serial)। শুরু হওয়ার পরেই ‘শুভ বিবাহ’র কাছে স্লটহারা হয়েছে মিত্তির বাড়ি। তারপর অবশ্য ‘চিরসখা’ আসতে মিত্তির বাড়িই এগিয়ে থেকেছে টিআরপিতে।
আরো পড়ুন : জমে যাবে খেলা, জি এর নতুন মেগাকে চাপে রাখতে “মারকাটারি” প্রোমো আনল জলসার সিরিয়াল!
ফের কমল টিআরপি: লাগাতার কয়েক সপ্তাহ ভালো ফল করার পর ফের বেলাইন মিত্তির বাড়ি। সাম্প্রতিক টিআরপি তালিকায় মোটে ০.১ পয়েন্টের জন্য চিরসখার থেকে পিছিয়ে গিয়েছে জি বাংলার সিরিয়াল (Serial)। আর সেই সঙ্গে ফের একবার দর্শকদের রোষের মুখে পড়েছে এই ধারাবাহিক।
আরো পড়ুন : হুট করে ২ বছরের লাফ, নায়ক নায়িকার পুনর্মিলন, রাতারাতি গল্প বদলে গেল এই মেগায়!
প্রসঙ্গত, শুরুর সময় থেকেই দর্শকদের একাংশের কটাক্ষের শিকার হতে হচ্ছে মিত্তির বাড়িকে। আদৃত সৌমিতৃষার জুটির সঙ্গে তুলনা করে উঠেছে নায়িকা বদলের দাবি। এমনকি আদৃতকেও পড়তে হয়েছে কটাক্ষের মুখে। তবুও সব নিন্দুকদের মুখে ঝামা ঘষে টানা কয়েক সপ্তাহ স্লট লিডার হয়েছে মিত্তির বাড়ি। তবে এবারে বাজিমাত করে বেরিয়ে গিয়েছে চিরসখা।