আমেরিকার হুমকিও পেলনা পাত্তা! এবার নয়া নজির গড়ল ভারত-রাশিয়ার বন্ধুত্ব, অবাক গোটা বিশ্ব

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আমেরিকার বারংবার হুমকি সত্বেও ভারত এবং রাশিয়ার (Russia-India) বন্ধুত্ব এবার ক্রমাগত মজবুত হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৪ সালে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ৭০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যেটি একটি বিরাট রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেই এই বাণিজ্য বেড়েছে ৯ শতাংশ।

নয়া নজির গড়ল ভারত-রাশিয়ার (Russia-India) বন্ধুত্ব:

রাশিয়ার মিডিয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়া ভারতের (Russia-India) কাছে ৬৫.৭ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ও পণ্য বিক্রি করেছে। যেটি ২০২৩ সালের তুলনায় ৮.৪ শতাংশ বেশি। যেখানে ভারত রাশিয়ায় ৪.৯ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। যেটি ২০২৩ সালের তুলনায় ২১ শতাংশ বেশি। উল্লেখ্য যে, বাণিজ্য ঘাটতি কমাতে ভারত ক্রমাগত রাশিয়ার ওপর চাপ দিচ্ছে। এদিকে, ভারত ও রাশিয়ার মধ্যে এই বাণিজ্য এমন সময়ে বেড়েছে যখন আমেরিকাসহ পশ্চিমী দেশগুলি রাশিয়ার ওপর ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

America Russia-India new relation update.

জানিয়ে রাখি যে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমেরিকা ভারতকে বেশ কয়েকবার রাশিয়া (Russia-India) থেকে পণ্য আমদানি বন্ধ করার জন্য সতর্ক করেছে। এদিকে, ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনেছে। যেটির পরিপ্রেক্ষিতে আদৌ খুশি নয় আমেরিকা। ইতিমধ্যেই রাশিয়া এখন ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে। তবে, ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হল আমেরিকা। ভারত ও আমেরিকার মধ্যে ১২৫.২ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। এরপর তৃতীয় স্থানে রয়েছে চিন। ২০২৪ সালে ভারত ও চিনের মধ্যে বাণিজ্যের পরিমাণ হল ১২৪.৫ বিলিয়ন ডলার। এদিকে, রাশিয়ার সাথে বাণিজ্য ও অস্ত্র বাণিজ্য বন্ধ করতে আমেরিকা ক্রমাগত ভারতকে চাপ দিচ্ছে।

আরও পড়ুন: সঙ্কটের মধ্যে থাকা বিশ্বে উল্টো ছবি ভারতে! হু হু করে এগিয়ে চলেছে দেশ, সামনে এল বিরাট পরিসংখ্যান

রাশিয়ার অস্ত্র নিয়েও সতর্ক করেছে আমেরিকা: জানিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্পের আগমনের পরে, ২০২৫ সালে ভারত ও রাশিয়ার (Russia-India) মধ্যে তেল আমদানি হ্রাস পেলেও মার্চ মাসে তা আবার বাড়তে শুরু করেছে। এদিকে, রাশিয়া থেকে তেল নিয়ে আসা জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ। এমতাবস্থায়, রাশিয়ার তেল সস্তায় পাওয়ার কারণে ভারত অত্যন্ত লাভবান হয়েছে। শুধু তাই নয়, বিশ্বেও তেলের দাম বাড়েনি। ডোনাল্ড ট্রাম্পের আগমনের আগে, আমেরিকা রাশিয়ান জাহাজের ওপর বেশ কয়েকটি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যার কারণে ভারত ও চিনে রাশিয়ার তেল রফতানি হ্রাস পেয়েছিল।

আরও পড়ুন: শত্রুদের আর নেই রেহাই! আকাশে আরও শক্তিশালী হচ্ছে ভারত, বায়ুসেনা নিচ্ছে এই বড় পদক্ষেপ

এদিকে, তুরস্ক রাশিয়ার কম তেল নিতে শুরু করেছে। যার কারণে রাশিয়াকে (Russia-India) এশিয়ার বাজারে এন্ট্রি নিতে হয়েছে। সম্প্রতি মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার বিরুদ্ধে ভারতকে সতর্ক করেছিলেন। তিনি বলেন, “ভারত ঐতিহাসিকভাবে রাশিয়ার কাছ থেকে বৃহৎ পরিসরে সামরিক সরঞ্জাম কিনেছে এবং আমরা বুঝি যে এটি শেষ হওয়া দরকার। ভারত হল BRICS-এর সদস্যI যা বিশ্ব অর্থনীতি থেকে ডলারকে সরিয়ে দিতে চায়।” এদিকে, এর আগে, বাইডেন প্রশাসনও তাদের অনেক মন্ত্রীকে ভারতে পাঠিয়ে চাপ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ভারত এই হুমকির কাছে মাথা নত করেনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর