বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! তারপরেই শুরু হতে চলেছে চলতি বছরের IPL। এদিকে, ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের স্থলাভিষিক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটার ডোয়েন ব্রাভো। গত বৃহস্পতিবার একটি বড় বিবৃতি দিয়েছেন তিনি। তযেখানে ব্রাভো বলেছেন, আসন্ন IPL মরশুমে সফল সফরের তিনি এই ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন কৌশলীর (গৌতম গম্ভীর) পরিকল্পনার কিছু উপাদানকে তিনি তাঁর নিজস্ব স্বতন্ত্র শৈলীর সাথে একত্র করবেন। জানিয়ে রাখি যে, গত মরশুমে KKR-কে তাদের তৃতীয় IPL শিরোপা জেতার ক্ষেত্রে গম্ভীর বনভূমিকা পালন করেছিলেন। তবে, এখন গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে অবতীর্ণ হয়েছেন। এমতাবস্থায়, তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ডোয়েন ব্রাভো।
IPL ২০২৫-এর জন্য প্রস্তুত KKR (Kolkata Knight Riders):
কী জানিয়েছেন ব্রাভো: তিনি বলেন, “দুর্ভাগ্যবশত আমরা কিছু খেলোয়াড়কে দলে (Kolkata Knight Riders) ধরে রাখতে পারিনি। আমি মনে করি গম্ভীরের নিজস্ব পদ্ধতি ছিল। আমারও নিজস্ব স্টাইল আছে। আমরা দু’জনেই নিজেদের উপায়ে সফল।” ব্রাভো স্পষ্ট করেছেন যে তিনি গম্ভীরের উত্তরাধিকারকে সম্মান করেন। তবে তিনি নিজের স্টাইলটিকেও কাজে লাগাবেন। ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন অধিনায়ক অবশ্য স্বীকার করেছেন যে তিনি গম্ভীরের পরামর্শ নিয়েছিলেন।
তাঁর মতে, “আমি অবশ্যই গম্ভীরকে কয়েকবার মেসেজ করেছি। আমি অবশ্যই তাঁদের ওপর খুব বেশি নির্ভর করব কারণ তাঁদের একটি সফল পদ্ধতি ছিল। আমাদের সেই পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ব্রাভো গত মরশুমের সাফল্যের পদ্ধতিগুলি অধ্যয়ন ও গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন এবং বলেছিলেন যে দলের মূলকে অটুট রাখা প্রয়োজন।
ব্রাভো বলেন, “আমি মনে করি গত মরশুমে তিনি যে ভালো কাজগুলি করেছেন তাঁর কিছুটা বের করার চেষ্টা না করাটা আমার জন্য হতাশাজনক হবে। দলের মূল বিষয়টি ওখানেই। এটা আমাদের দায়িত্ব। কোচ, আমি, ভেঙ্কি স্যারের নিলামে ফিরে যাওয়া এবং প্লেয়ারদের ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করা। আমাদের দায়িত্ব ছিল নিলামে যাওয়া এবং চ্যাম্পিয়নশিপ জয়ী দল থেকে একই দলের খেলোয়াড়দের ফিরিয়ে আনার চেষ্টা করা এবং আমরা তা করতে পেরেছি।”
আরও পড়ুন: বয়স মাত্র ২ বছর! শিশুকন্যাকে হারালেন এই তারকা ক্রিকেটার, হোলির দিনেই চরম দুঃসংবাদ
শাহরুখ খানের প্রসঙ্গে কী জানিয়েছেন: জানিয়ে রাখি যে, ব্রাভো দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন। এমতাবস্থায়, KKR (Kolkata Knight Riders)-এর সঙ্গে তাঁর যোগ অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজের এই খেলোয়াড় শাহরুখ খানের সাথে কাজ করার বিষয়ে উচ্ছ্বসিত এবং KKR-কে লিগের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে বর্ণনা করেছেন। ৪১ বছর বয়সী ব্রাভো জানান, “আমি মনে করি শাহরুখের মতো একজন বস পাওয়া অবশ্যই ভালো। যিনি নিশ্চিতভাবে এই খেলাটিতে বিনিয়োগ করেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের সাথে আমার প্রথম কাজ শুরু হয়েছিল।যখন তিনি প্রথমবার দল কিনেছিলেন।
আরও পড়ুন: ঘুরে গেল খেলা? আচমকাই বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ নৌবাহিনীর যৌথ মহড়া, ব্যাপারটা কী?
ব্রাভো বলেন, “আমি এটা ভেবেই অত্যন্ত খুশি ছিলাম যে শাহরুখের মতো একজন কেউ ক্যারিবিয়ানে দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছিলেন। তবে শুধু ক্যারিবিয়ান নয়, সেটা আমার নিজ শহরেও। আমি ত্রিনবাগো নাইট রাইডার্সকে গড়ে তুলতে সক্ষম হয়েছি। যা এখনও পর্যন্ত CPL-এর ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি।” জানিয়ে রাখি যে, KKR (Kolkata Knight Riders) আগামী ২২২ মার্চ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ চলতি বছরের IPL সফর শুরু করবে।