নয়া ইতিহাস সৃষ্টির পথে ভারত! ছাড়পত্র পেল চন্দ্রযান ৫! কবে পাড়ি দেবে চাঁদে? জানাল ISRO

বাংলাহান্ট ডেস্ক : বছর দেড়েক আগে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে চন্দ্রযান- ৩ এর সফল অবতরণ ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল ভারতের মহাকাশ বিজ্ঞান সংস্থা ইসরো। এবার চন্দ্রযান-৫ মিশন নিয়ে বড় ঘোষণা করলেন ইসরোর (ISRO) নয়া চেয়ারম্যান ভি নারায়ণন। আরও ভারী রোভার দিয়ে চাঁদের মাটিতে গবেষণা চালানোর উদ্দেশ্যে ফের একবার ‘চরকা কাটা বুড়ি’র দেশে যেতে চলেছে ইসরো।

চন্দ্রযান-৫ মিশনের ঘোষণা ইসরোর (ISRO)

জানা গিয়েছে, জাপানের সাথে যৌথভাবে  চন্দ্রযান-৫ মিশনে সামিল হতে চলেছে ইসরো (Indian Space Research Organisation)। ভি নারায়ণন জানিয়েছেন, ইতিমধ্যেই মিলে গিয়েছে চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন। জাপানের সাথে যৌথভাবে এই অভিযানের লক্ষ্যই হবে ভারী রোভারের সাহায্যে চন্দ্রপৃষ্ঠের উপর নানান পরীক্ষা-নিরীক্ষা চালানো।

আরও পড়ুন : এক ফুল “তিন” মালি! একমাত্র নায়ককে নিয়ে টানাটানি নায়িকাদের, “ধুন্ধুমার” কাণ্ড TRP টপার মেগায়

২০০৮ সালে চন্দ্রযান ১ উৎক্ষেপণ করে মহাকাশ গবেষণায় নয়া অধ্যায়ের সূচনা করে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। চন্দ্রযানের সাহায্যে চন্দ্রপৃষ্ঠের রাসায়নিকভাবে ম্যাপিং করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় ভারতের মহাকাশ বিজ্ঞান সংস্থা। ২০১৯ সালে চন্দ্রযান-২ অভিযানও ইসরোর কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : হুড়মুড়িয়ে পড়ছে TRP, এর মাঝেই উধাও নায়িকা! আচমকাই খারাপ খবর এই সিরিয়ালে

অরবিটার থেকে চাঁদের হাই রেজোলিউশনের ছবি ও তথ্য সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছে চন্দ্রযান-২। ২০২৩ সালে চাঁদের দক্ষিণ মেরুতে রোভার প্রজ্ঞানের সফট ল্যান্ডিং ইসরোকে (ISRO) জায়গা করে দেয় বিশ্বের এলিট ‘স্পেস ক্লাবে’। এবার জাপানের সাথে যৌথভাবে চন্দ্রযান ৪ ও ৫ মিশনের পথে অগ্রসর হচ্ছে ভারত (India)।

ISRO chandrayaan 5 mission update

২০২৭ সালে চন্দ্রযান-৫ মিশনে চন্দ্রপৃষ্ঠে ২৫০ কেজি ওজনের একটি রোভার নামানোর পরিকল্পনা করেছে ইসরো। চন্দ্রযান-৩ মিশনের ২৫ কেজি ওজনের ‘প্রজ্ঞান’ রোভার থেকে অনেকটাই বড় ও ভারী হতে চলেছে চন্দ্রযান-৫ মিশনের রোভার। পাশাপাশি, চন্দ্রপৃষ্ঠের নমুনা সংগ্রহের উদ্দেশ্যে জাপানের সাথে ২০২৭ সালে চন্দ্রযান-৪ উৎক্ষেপনের পরিকল্পনাও নিয়েছে ভারতের মহাকাশ বিজ্ঞান সংস্থা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর