নজরে ছাব্বিশের ভোট! ‘মাস্টারপ্ল্যান’ সাজাতে ‘শাহি বৈঠকে’ সৌমিত্র খাঁ! কী কী আলোচনা হল?

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। এবার যেমন রাঢ়বঙ্গের ‘রণকৌশল’ সাজাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। সেই বৈঠকের ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেছেন পদ্ম সাংসদ।

অমিত শাহের সঙ্গে কী আলোচনা করলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)?

সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের ছবি শেয়ার করেন বিষ্ণুপুরের সাংসদ। ক্যাপশনে লেখা, ‘আজ দিল্লিতে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য যাতে আরও কিছু কাজ করা যায় সেই নিয়ে আলোচনা করলাম’।

গতকালের ‘শাহি বৈঠক’ নিয়ে এর থেকে বেশি খোলসা করেননি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, ছাব্বিশের বিধানসভা ভোটে রাঢ়বঙ্গের রূপরেখা তৈরি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। বিজেপি সাংসদ আশাবাদী এবার বাঁকুড়া ও বিষ্ণুপুরে ভালো ফলাফল করবে বিজেপি। সেই বিষয়টিকে সামনে রেখেই কীভাবে নতুন করে আগামী বিধানসভা নির্বাচনের ‘মাস্টারপ্ল্যান’ বানানো যায় তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেন বলে খবর।

আরও পড়ুনঃ ফুরফুরায় মমতার ইফতার পার্টি সফল হয়নি! ত্বহা সিদ্দিকী বললেন, ‘ঘেন্না হচ্ছে…’! হঠাৎ কী হল?

একুশের বিধানসভা ভোটের (WB Assembly Elections) সময় বিজেপির যুব মোর্চার ‘হাইপ’ তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সৌমিত্র খাঁয়ের। চব্বিশের লোকসভা নির্বাচনেও বাংলা জুড়ে সবুজ ঝড়ের মাঝে বিষ্ণুপুর আসনে পদ্ম ফুটিয়েছিলেন তিনি। কানাঘুষো শোনা যাচ্ছে, সুকান্ত মজুমদারের পর বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হতে পারেন এই দাপুটে নেতা। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর এই একান্ত বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Saumitra Khan

সূত্র মারফৎ জানা যাচ্ছে, গতকালের বৈঠকে বাংলায় ভোট লুঠ আটকানো, কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখার বিষয়ে নজর দেওয়া নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে উপস্থিত হন বিষ্ণুপুরের সাংসদ। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বাংলার বাকি বিজেপি সাংসদরাও ছিলেন বলে খবর। এই বৈঠকেও ছাব্বিশের বিধানসভা ভোটের রণকৌশল সাজানো ও দলের সংগঠন কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হয় বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর