বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট (WB Assembly Elections)। তার আগে বঙ্গ বিজেপির দুই হেভিওয়েট, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও দিলীপ ঘোষকে (Dilip Ghosh) এক হয়ে লড়ার অনুরোধ করলেন বিজেপি বিধায়করা। মঙ্গলবার বিধানসভায় সাক্ষাৎ হয় দুই নেতার, কথাও হয় দু’জনের। এদিনই গেরুয়া শিবিরের এই দুই দাপুটে নেতাকে এক হয়ে লড়ার অনুরোধ করেন পদ্ম শিবিরের বিধায়করা।
দলের বিধায়কদের অনুরোধে কী বললেন শুভেন্দু- দিলীপ (Dilip Ghosh)?
দু’জনে একই দলের অংশ হলেও, শুভেন্দু এবং দিলীপ গেরুয়া শিবিরে ‘যুযুধান’ বলেই শোনা যায়। প্রকাশ্যে কেউ কাউকে কখনও নিশানা করেননি। বরং মুখোমুখি হলে হাসিমুখে সৌজন্য বিনিময় করতেই দেখা যায়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। এমনকি দু’জনে একসঙ্গে মধ্যাহ্নভোজও করেন বলে খবর।
এদিন দুপুরে বিধানসভায় উপস্থিত হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ (Dilip Ghosh)। জানা যাচ্ছে, পরিষদীয় দলের বৈঠকে তিনিই মধ্যমণি ছিলেন। সেই বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন বিশাল লামা, শঙ্কর ঘোষ সহ দলের সব বিধায়ক।
আরও পড়ুনঃ ‘সরকার পদক্ষেপ নেবে’! এবার স্পষ্ট জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম! কোন বিষয়ে?
শুভেন্দু ও দিলীপকে একত্রে পেয়ে তাঁরা যে খুশি, সেটা বুঝিয়ে দেন বিজেপি (BJP) বিধায়করা। পরিষদীয় দল সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পদ্ম বিধায়করা এদিন বলেন, ‘শুভেন্দুদা, দিলীপদা আপনারা এক হয়ে লড়াই করলে আমরা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাংলা দখল করতে পারব’।
বিধায়কদের এই ‘অনুরোধ’ শুনে এক হয়ে লড়াই করার আশ্বাস দেন শুভেন্দু-দিলীপ। তাঁরা বলেন, ‘আমরা একসঙ্গেই আছি’। সেই সঙ্গেই বিধানসভা নির্বাচনে জয়ী হতে গেলে সাধারণ মানুষের মন জয় করতে হবে, এদিন দলীয় বিধায়কদের উদ্দেশে দিলীপ সেই বার্তা দেন বলে খবর।
সংশ্লিষ্ট প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, দিলীপ (Dilip Ghosh) এদিন বিধায়কদের বলেন, ‘নিজের এলাকায় ভালো করে কাজ করুন। দলকে এবার জেতাতে হবে’। একইসঙ্গে বলেন, ‘এলাকায় চা-চক্র করুন। বাজারে বেরিয়ে ঘুরে আসুন। লোকের সঙ্গে ভালো ব্যবহার করুন। জনসংযোগের দিকে লক্ষ্য দিন’।