বাংলাহান্ট ডেস্ক : জি বাংলাকে কড়া টক্কর দিয়ে দুরন্ত কামব্যাক করেছে স্টার জলসা। বিগত কয়েক সপ্তাহ ধরে পিছিয়ে থাকার পর এক ধাক্কায় নম্বর বেড়েছে জলসার প্রায় সব মেগার (Serial)। কিছু সিরিয়াল স্লট হারালেও নতুন কিছু ধারাবাহিক নম্বর বাড়িয়ে উঠে এসেছে টপ ফাইভে।
নম্বর বেড়েছে জলসার সিরিয়ালে (Serial)
এই মূহূর্তে জলসার বেশ কয়েকটি সিরিয়াল (Serial) টানটান উত্তেজনার পর্ব এনে ধরে রেখেছে দর্শকদের আগ্রহ। আর এর মধ্যে অন্যতম ধারাবাহিক হল ‘গৃহপ্রবেশ’। বিগত সপ্তাহে ট্র্যাক বদলানোয় দর্শক মহলে চর্চার কেন্দ্রে উঠে এসেছিল এই সিরিয়াল (Serial)। অনেকেই আশা করেছিলেন, এবার টিআরপি বাড়বে এই ধারাবাহিকের।
আরো বাড়তে পারে টিআরপি: প্রত্যাশা পূরণ করে এক ধাপে এগিয়ে এসেছে গৃহপ্রবেশ। স্লট দখল করতে না পারলেও জি বাংলার কোন গোপনের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে ধারাবাহিকটি (Serial)। উপরন্তু এখনো যেভাবে গল্পে একটানা উত্তেজনার পর্ব চলছে, আগামী সপ্তাহে টিআরপি আরো বাড়বে বলেই আশাবাদী দর্শকরা।
আরো পড়ুন : একটানা পতনের পর অবশেষে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, নেপথ্যে রয়েছে কোন কারণ?
কী চলছে গল্পে: সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, আকাশ সেনের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সাক্ষর করতে চলেছে শুভলক্ষ্মী। আকাশেরও (Serial) তার প্রতি একটা ভালো লাগা জন্ম নিচ্ছে। অন্যদিকে মোহনার সঙ্গে নিউ ইয়র্কে এসে পৌঁছেছে আদৃত। আর এখানে এসেই তার আবছা আবছা স্মৃতি মনে পড়ায় বাড়তে থাকে অস্বস্তি।
আরো পড়ুন : কলকাতায় এসেই প্রথম প্রেম, ঠিক হয়ে গিয়েছিল বিয়েও! এখন কোথায় থাকেন অমিতাভের প্রেমিকা?
এদিকে শুভলক্ষ্মী আকাশের বাড়িতে ফোন করায় সেই ফোন তোলে আদৃত। কিন্তু শুভর কণ্ঠস্বর শুনেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। মোহনা বুঝতে পারে, এই জায়গার সঙ্গেই কোনো না কোনো স্মৃতি জড়িয়ে রয়েছে আদৃতের। কিন্তু সেই অতীত কীভাবে সামনে আসবে, কবে মুখোমুখি হবে আদৃত শুভলক্ষ্মী, সেটাই জানতে আগ্রহী দর্শকরা।