বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল (Serial) জগৎ বড়ই অনিশ্চয়তার। ধারাবাহিক ভাবে একটি গল্পে দর্শকদের আকর্ষণ ধরে রাখা চাট্টিখানি কথা নয়। অনেক সিরিয়ালই এই ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়ে। যথেষ্ট নম্বর তুলতে না পারায় মাঝপথেই ছিটকে যায় সিরিয়াল (Serial) থেকে। এই কঠিন প্রতিযোগিতায় বর্তমানে এক বছর টিকে যাওয়া মানেই বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সিরিয়াল (Serial) টিআরপিতে এসেছে বদল
সিরিয়ালের (Serial) ধরণ ধারণ বদলাতেই পরিবর্তন এসেছে সব দিকেই। দর্শকরা এখন অচিরেই হারিয়ে ফেলছেন আগ্রহ। তার ফলে টিআরপি পড়ে যাওয়ায় অনেক সিরিয়ালই (Serial) শেষ হয়ে যাচ্ছে সময়ের আগেই। তবে এই পরিস্থিতিতেও কিছু কিছু ধারাবাহিক এখনো ভালো টিআরপি ধরে রাখতে সক্ষম হচ্ছে।
তিন বছর পেরিয়েছে সিরিয়াল: হাতে গোনা কয়েকটি সিরিয়াল (Serial) বর্তমানে রয়েছে যেগুলি দু বছর পার করেছে। এর মধ্যে অন্যতম ধারাবাহিক স্টার জলসার অনুরাগের ছোঁয়া। সদ্য ১০০০ পর্ব সম্পূর্ণ করেছে ধারাবাহিকটি। এর মাঝেই জোড়া দুঃসংবাদে বড় ঝটকা লেগেছে সিরিয়াল (Serial) ভক্তদের।
আরো পড়ুন : এবার জমবে খেলা, নতুন রূপে ‘অনুরাগের ছোঁয়া’য় কামব্যাক মিশকার! অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুট অহনার
অসুস্থ সিরিয়ালের নায়িকা: অতি সম্প্রতি সামনে এসেছে দীপা (Serial) ওরফে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের অসুস্থতার খবর। কিছুদিন আগে মেদিনীপুরে শো করতে গিয়ে মাথায় চোট পান তিনি। তখন তেমন পাত্তা না দিলেও পরদিন মাথায় বেশ ব্যথা নিয়ে ঘুম থেকে ওঠেন তিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাথার ব্যথা ছড়িয়ে পড়ে কাঁধেও। এমনকি বড় সংলাপ বলতে গিয়ে কথাও জড়িয়ে যেতে থাকে তাঁর। দেরি না করে ডাক্তারের কাছে তিনি গিয়েছেন বটে, তবে তাঁকে কী জানানো হয়েছে তা খোলসা করেননি স্বস্তিকা।
আরো পড়ুন : দর্শকদের “হুমকি”তেই হল কাজ, TRP বাঁচাতে তড়িঘড়ি ট্র্যাক বদল এই সিরিয়ালে
অন্যদিকে সম্প্রতি জানা গিয়েছে, বড়পর্দায় পা রাখতে চলেছেন সূর্য ওরফে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। জুন মাস থেকেই শুরু হতে চলেছে ছবির শুটিং। তিনি ছবির শুট শুরু করলে তবে কি শেষ হয়ে যাবে অনুরাগের ছোঁয়া (Serial)? দিব্যজ্যোতি অবশ্য জানিয়েছেন, এ বিষয়ে কোনো তথ্য তাঁর কাছে নেই। তবে দর্শকরা রয়েছেন চিন্তায়।