বাংলা হান্ট ডেস্ক: নতুন অলংকার আসছে ভারতীয় বায়ুসেনার হাতে। নতুন হাতিয়ার হিসেবে এএইচ-৬৪ই (AH-64E) অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার এসে যোগ দিতে চলেছে ভারতীয় বায়ুসেনার হাতিয়ার তালিকায়। আজই ৪টি অ্যাপাচে যুদ্ধ হেলিকপ্টার এসে পৌঁছবে ভারতীয় বায়ুসেনার গাজিয়াবাদ এয়ারবেসে।
এই প্রথম অ্যাপাচে হেলিকপ্টার আসছে ভারতের হাতে। মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং এর পরে আরও কয়েকটি ব্যাচে এই হেলিকপ্টার পাঠাবে। ভারতে অন্তিম পর্যায়ের অ্যাসেম্বেলি ও যাচাইয়ের পর ভারত-পাক সীমান্তে পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে পাঠানো হবে এই হেলিকপ্টারগুলিকে। পাঠানকোটে গ্রুপ ক্যাপ্টেন এম শ্যালু এই হেলিকপ্টারের স্কোয়ার্ডের নেতৃত্ব দেবেন। এই মূহুর্তে পাঠানকোটে রয়েছে ১২৫টি মি-৩৫ (Mi-35) হেলিকপ্টার।
মার্কিন বিমানবাহিনীতে বহুল ব্যবহৃত এই অ্যাপাচে হেলিকপ্টার প্রায় ৩০০ কিমি বেগে উড়তে সক্ষম। অন্ধকারে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে এবং দ্রুত ওঠানামার ক্ষমতায় এই হেলিকপ্টার এর জুড়ি মেলা ভার। অ্যাপাচে হেলিকপ্টার এক টানা প্রায় ৪৭৬ কিমি উড়তে পারে বলে জানা গেছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার