‘এবিপি আনন্দের বিরুদ্ধে মামলা হবে আর ছোট চ্যানেলদের মারধর?’, রাজ্যকে বিরাট নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ খাস কলকাতায় (Kolkata) আক্রান্ত হতে হয়েছিল মহিলা সাংবাদিককে। তাও আবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। দায়ের হয়েছিল মামলাও। এবার সেই ঘটনায় তীব্র নিন্দা জানাল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সাফ মন্তব্য, ‘হাইকোর্টের মতো স্থানে শান্তি শৃঙ্খলা ও সকল সংবাদমাধ্যমের স্বাধীনতা পাওয়ার অধিকার রয়েছে।’

সাংবাদিক নিগ্রহের ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট- Calcutta High Court

আদালতের পর্যবেক্ষণ, ‘হাইকোর্টের মত সংবেদনশীল জায়গায় এই ধরণের ঘটনা কখনওই কাম্য নয়। আদালতের একপাশে বিধানসভা অন্যদিকে গভর্নর হাউস। সেখানে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।’ শুনানিতে এবিপি আনন্দের প্রসঙ্গ টেনে বিচারপতি বলেন, ‘ ‘বড়দের জন্য হবে, এবিপি আনন্দের বিরুদ্ধে মামলা হবে আর ছোট চ্যানেলের জন্য মারধর খাওয়ানো হবে। এটা হয় না।’

যাতে এহেন ঘটনা আর হাইকোর্ট চত্বরে না ঘটে তা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের বর্ষীয়ান আইনজীবীদের ব্যক্তিগতভাবে এই ঘটনার মীমাংসা করে নেওয়ার জন্য বলেন বিচারপতি। আগামী ২ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন আদালতে রাজ্যকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মূল ঘটনা: গত ২৮ ফেব্রুয়ারি (Calcutta High Court) বঙ্গ টিভির সাংবাদিক রোজিনা রহমান এবং চিত্র সাংবাদিক সঞ্জীব বসু হাইকোর্টের ‘বি’ গেটে কর্মরত অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকাই কালো কোট পরিহিতা কয়েকজন মহিলা সঞ্জীবের ওপর চড়াও হন বলে অভিযোগ। অকথ্য ভাষায় হুমকি দেওয়ার পাশাপাশি ধাক্কাধাক্কি, মারধর শুরু হয়।

এই অবস্থায় সহকর্মী সঞ্জীবকে বাঁচাতে এগিয়ে আসেন বঙ্গ টিভির সাংবাদিক (Reporter) রোজিনা। তখন ওই মহিলারা তার ওপর চড়াও হন। তাকে হেনস্থা করা হয়, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরে দীর্ঘ বচসার পর সেই ফোন ফেরত দেওয়া হয়। সাংবাদিক ও তাঁর চিত্রগ্রাহককে নিগ্রহের ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রোজিনা।

High Court

আরও পড়ুন: ‘অবিলম্বে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে’! নিয়োগ নিয়ে কড়া নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট! কোন মামলায়?

ঘটনার সম্পূর্ণ বিবরণ তুলে ধরে সাংবাদিক লেখেন, ‘এমতাবস্থায় আমি ও আমার ক্যামেরা পারসন খুবই আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত। আজ হাইকোর্টের মতো জায়গায় আমাদের এই পরিস্থিতি হলে বাকি কোনও জায়গাতেই আমরা সুরক্ষিত নই। যে কোনও সময় আমাদের প্রাণ সংশয়ও হতে পারে। আমার বিনীত নিবেদন উপরিউক্ত বিষয়টি বিবেচনা করে একটা এফআইআর করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে উপকৃত হব’। মামলা হয় হাইকোর্টে। সেই মামলাতেই এবার বড় নির্দেশ।
চ্যানেলদের

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X