‘সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম বুকের..,’ বিস্ফোরক দিলীপ ঘোষ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি মহিলাদের ‘কুকথা’ বলে চরম বিতর্কে জড়িয়েছিলেন দাবাং BJP নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার সেই বিতর্কের আগুনে আরও খানিকটা ঘি ঢাললেন দিলীপ নিজে। দলের কোনও বড় পদে নেই, বেশ অনেকদিন সক্রিয় রাজনীতি থেকেও দূরে ছিলেন। তবে এবার বিধানসভা ভোটের ঘণ্টা বাজতেই হাজির দিলীপ ২.০। বুধবার নদিয়ার গাংনাপুরে ফের বিরোধীদের আক্রমণ করলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।

কী বললেন দিলীপ? Dilip Ghosh

এদিন গাংনাপুরে এক চা চক্র এসে দিলীপবাবু বলেন, “ভোট চলে এসেছে। কেউ কেউ ফুরফুরা শরিফে ধরনা দিচ্ছে। উনি দেখাচ্ছেন যে জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছেন। জগন্নাথ কি বলেছে যে আমার মন্দির তৈরি করে দাও! গোরু মেরে জুতো দান হচ্ছে? যারা ভেকধারী, কেউ পুতনা, কেউ হিডিম্বা এদের চিনে নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিকই চিনেছিলেন। পুতনাকেও ছাড়েননি। পুতনার প্রাণ নিয়ে নিয়েছিলেন।”

এরপরই খড়গপুরের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, “আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম। বলেছিলাম গাড়ি চালিয়ে দেব বুকের উপর দিয়ে। ওঁরা মেয়ে বলে কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছিল।” দিলীপের আক্রমণ, “ভাই, তোরা তো মেয়েদের ভোগের বস্তু বলে মনে করিস। আমরা মা সীতা, মা দ্রৌপদীকে মায়ের আসনে বসিয়েছি। তবে পুতনাকে বসাব না। ওরা ছদ্মবেশে মা সেজে এসেছে। এই পুতনাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাব আমরা।”

প্রসঙ্গত, গত শুক্রবার নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি রাস্তার উদ্বোধন করতে গিয়ে খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে এক মহিলার সঙ্গে তর্কা-তর্কিতে জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ। ভাইরাল ভিডিওতে দেখা যায় দিলীপ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকা মহিলাদের উদ্দেশে বলেন, ‘তোর বাপের কী’, ‘চোদ্দো পুরুষ’,’গলা টিপে দেব’। এমনকি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে ‘ঘেউ ঘেউ’, ‘কুকুর’ বলেও মন্তব্য করেন দিলীপ। এই নিয়েই শুরু হয় বিতর্ক। দিলীপের মন্তব্যের পাল্টা আসরে নামে তৃণমূল। যদিও নিজের অবস্থানেই অনড় থাকেন দিলীপ।’

Dilip Ghosh

আরও পড়ুন: ‘স্তন চেপে ধরা ধর্ষণের চেষ্টাই নয়!’ হাইকোর্টের বিতর্কিত পর্যবেক্ষণে এবার বিরাট অ্যাকশন সুপ্রিম কোর্টের

সেই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ বলেন, “দিলীপ ঘোষ কাউকে ভয় পাই না। আমি আর তার অনুগামীরাই যথেষ্ট! প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু মেজাজ নয়।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X