“জেলে বসেই পূজো কটাবে বেশকিছু শাষকদলের নেতা-মন্ত্রীর” :রাহুল সিনহা

 

সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম

(রামপুরহাট-বীরভূম) :
এদিন বীরভূমের রামপুরহাট শহরের মুখার্জি লজে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সাংবাদিক বৈঠক করে। বৈঠকে বলেন, সারদ-নারদা কান্ডের জেরে, পূজোর আগে বেশকিছু শাষকদলের নেতা-মন্ত্রীকে জেলা ভরা হবে এবং জেলে বসেই পূজো কটাবে ।

IMG 20190727 WA0070

সারাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে। এর বৈঠক শেষে দুপুর দুটোয়, হাঁসন বিধানসভার হাঁসন মোড়ে যান, কিছু সদস্য গ্রহণ অভিযানের কর্মসূচী ও বৃক্ষ রোপন অনুষ্ঠান পালন করবেন, রাহুল সিনহা।

সম্পর্কিত খবর