“ছোট থেকেই বলতাম…”, বাবা মা চেয়েছিলেন অন্য কিছু, মুর্শিদাবাদের মনীষা কীভাবে হলেন ‘রাঙামতি’?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় এসেছে বেশ বড়সড় পরিবর্তন। স্টার জলসা ছন্দে ফিরতেই এক লাফে নম্বর বেড়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ এর (Serial)। গীতাকে পেছনে ফেলে চ্যানেল টপার হয়ে উঠেছে এই মেগা। এমনকি বেঙ্গল টপার ‘পরিণীতা’কেও কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে রাঙামতি।

সিরিয়ালে (Serial) রাঙামতি হয়ে কামাল করছেন মনীষা

সিরিয়ালে (Serial) মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে মনীষা মণ্ডলকে। রাঙার চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। এই একটি ধারাবাহিক দিয়েই দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। তবে জানলে অবাক হবেন, আদৌ অভিনেত্রী (Serial) হওয়ার কথাই ছিল না মনীষার। বরং পড়াশোনা নিয়েই এগোনোর কথা ছিল তাঁর।

How did rangamati fame manisha come to serial

বাবা মায়ের স্বপ্ন ছিল অন্যরকম: মুর্শিদাবাদের মেয়ে মনীষা। সেখান থেকে আজ গোটা বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মনীষা (Serial) বলেন, তাঁর বাবা মা চেয়েছিলেন যে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাবেন। মুর্শিদাবাদে থেকেই শিক্ষকতার পেশায় যোগ দেবেন। কিন্তু মনীষার স্বপ্ন ছিল অন্যরকম।

আরো পড়ুন : TRP কমতেই চূড়ান্ত সিদ্ধান্ত, দর্শকদের দাবি মেনেই শেষমেষ নায়িকা বদল জি বাংলার সিরিয়ালে!

কীভাবে অভিনয়ে আসা: ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল অভিনয়। এমনকি বাড়ির লোকদেরও বলেছিলেন, একদিন তাঁকে ঠিক টিভিতে দেখা যাবে। সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে বটে, তবে এর জন্য খাটতেও হয়েছে মনীষাকে (Serial)। অভিনেত্রী জানান, কলকাতায় এসে পড়াশোনা করার পাশাপাশি তিনি থিয়েটারও করতেন। সেখান থেকেই আসে সিরিয়ালে (Serial) সুযোগ।

আরো পড়ুন : তলানিতে TRP নিয়েও ১০০০ পর্বে ‘অনুরাগের ছোঁয়া’, সমসাময়িক ‘মিঠাই’এর সঙ্গে অবিচার! ক্ষুব্ধ দর্শক

প্রথম সিরিয়ালেই মুখ্য চরিত্র। তবে রাঙামতি হয়ে উঠতেও পরিশ্রম করতে হয়েছে মনীষাকে। তীর চালানোর জন্য রীতিমতো প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। শুরুর দিকে তেমন ভালো টিআরপি না দিলেও বর্তমানে বেঙ্গল টপারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রাঙামতি। মনীষার কথায়, টিমের সকলেই খুব পরিশ্রম করেছেন। এটা তারই ফল। রাঙামতি তীরন্দাজ দীর্ঘদিন ধরে চলবে, এটাই আশা করছেন তিনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X