যোগ্যদের জন্য আদালতে যাবে BJP, তবে..! চাকরিহারাদের জন্য আশ্বাসবাণী শুভেন্দুর

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে আজ একধাক্কায় বাতিল হয়েছে ২৬ হাজার চাকরি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নির্দেশে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। ‘সুপ্রিম’ নির্দেশ আসার পর বিভিন্নমহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। প্রশ্ন উঠছে নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করা গেল না কেন? এই আবহে, বিরাট মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন একটা সংখ্যা নাকি তাঁরা পেয়েছেন। ছাব্বিশের নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসলেই সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করার জন্য আবেদন জানাবেন তাঁরা।

‘সুপ্রিম’ রায় নিয়ে এ কি বললেন শুভেন্দু অধিকারী? (Suvendu Adhikari)

সুপ্রিম শুনানির পর অযোগ্যদের পাশাপাশি চাকরি হারিয়েছেন একাধিক যোগ্য চাকরিপ্রাপকরা। তবে আজ সাংবাদিক বৈঠক থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বললেন, ‘প্রায় ১৯ হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের পাশে আছি আমরা। কথা দিচ্ছি যোগ্য ও অযোগ্যদের বাছাই করার যে কাজ এসএসসি এবং রাজ্য সরকার করেনি, মমতা চোরদের বাঁচানোর জন্য যা পারলো না আমরা কথা দিচ্ছি মানুষের আশীর্বাদে রাজ্যের ক্ষমতা পেলে ভবিষ্যতে আমরা সেই কাজ করবো।’

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই প্রসঙ্গ টেনে আজ ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর বিজেপি নেতা (Suvendu Adhikari) বললেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। তারপরেই রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চনা থেকে মুক্ত করা হবে। তাঁর স্পষ্ট দাবি, ‘২০২৬ সালে বিজেপি আসবে। আমরা যোগ্যদের তালিকা বের করে, তা নিয়ে সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন দায়ের করব কথা দিচ্ছি।’ একইসাথে এই ‘সুপ্রিম’ রায় নিয়ে তিনি বললেন, ‘সিবিআই বলেছে, মার্ক করে দিয়েছে কারা যোগ্য, কারা অযোগ্য। অযোগ্যের সংখ্যাটা ৬-৭ হাজারে মধ্যে রয়েছে। কিন্তু বাকি সব যোগ্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক রায়ে, সিবিআই-এর রিপোর্টেও বলা হয়েছে। রাজ্য এবং SSC আলাদা করল না বলেই সবার উপর কোপ পড়ল। কারণ কাগজ ও তথ্য ছাড়া আইন হয় না। তাই বিচারপতি বাধ্য হয়েছেন।’

আরও পড়ুন: ‘সুপ্রিম’ নির্দেশ সত্ত্বেও মমতা বললেন ‘কোনও টাকা ফেরত দিতে হবে না!’, তোলপাড় রাজ্য

আশঙ্কাকে সত্যি করে, কলমের এক আঁচড়ে আজ চাকরি হারিয়েছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীরা। একসাথে এত জনের চাকরি বাতিল হওয়ার রাজ্যের শিক্ষা পরিকাঠামোর ওপর যে বিরাট প্রভাব পড়তে চলেছে সেকথা ভেবেই উদ্বিগ্ন রাজ্যের শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের ৪১ পাতার রায়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ‘কালিমালিপ্ত চাকরিপ্রার্থীদের’ বেতন ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ র‍্যাঙ্ক জাম্প হয়েছে,অথবা প্যানেলে যাদের নাম ছিল না কিংবা ওএমআর শিটে সমস্যা রয়েছে, এমন চাকরিপ্রাপকদের ১২% সুদ সমেত ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বেতনের পুরো টাকা ফিরিয়ে দিতে হবে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এমন চাকরিপ্রাপকদের ৫.৪ হাজারের মতো একটি সংখ্যা পাওয়া গিয়েছে।

Major movement warning after SSC recruitment scam Supreme Court verdict

তাই প্রশ্ন উঠছে তার পরও কেন যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করা গেল না? এপ্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, ”Tainted’-দের বাইরেও অযোগ্য থাকতে পারে। কোনও সংখ্যা পাওয়া যায়নি। তাই আলাদা করে যোগ্য-অযোগ্য বের করা সম্ভব হয়নি।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X