‘রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী’! ২৬,০০০ চাকরি বাতিল কাণ্ডে এবার বোমা ফাটালেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত (Supreme Court)। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, সেই কারণে চাকরিহারা হয়েছেন সকলে। এই আবহে মুখ খুললেন সিপিএম নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। এই ঘটনার জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন তিনি।

‘রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী’! বিস্ফোরক বিকাশরঞ্জন- (SSC Recruitment Scam)

একটি সংবাদমাধ্যমের কাছে প্রবীণ আইনজীবী বলেন, ‘গোটা নিয়োগ প্রক্রিয়াই দুর্নীতিগ্রস্ত। প্রক্রিয়া যখন জন্ম থেকেই দুর্নীতিগ্রস্ত হয়, তখন তার ফসল হিসেবে কে যোগ্য, কে অযোগ্য সেটা নির্ণয় করার কোনও প্রয়োজনই নেই। সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে সেই দরকারও পড়ে না’।

সিপিএম নেতা দাবি করেন, আদালত বারংবার বলেছে যে পদ্ধতিতে নিয়োগ (SSC Recruitment Scam) হয়েছে সেটাই ভুল। তাতেই জালিয়াতি হয়েছে। অতএব কারা সেই জালিয়াতির ফাঁদে জড়িয়েছেন, কারা তাঁদের মধ্যে যোগ্য, কারা অযোগ্য সেটা বাছাই করা আদালতের দায়ই নয় বলেন তিনি।

আরও পড়ুনঃ ‘শুধু রামনবমীতে এত নিষেধাজ্ঞা কেন?’ কেষ্টপুরে মিছিল আটকাল পুলিশ, ফুঁসে উঠলেন লকেট

এত হাজার হাজার চাকরি বাতিলের জন্য রাজ্য সরকারকেই (Government of West Bengal) দায়ী করেছেন বিকাশরঞ্জন। তাঁর কথায়, ‘রাজ্য সরকার যদি একমাত্র প্রথমেই বলত যে তাদের ভুল হয়ে গিয়েছে, আমরা স্বচ্ছভাবে নিয়োগ করব, তাহলে এই সমস্যাই হতো না। আজ যে মানবিকতা, দুঃখের কথা উঠছে, চাকরিহারাদের কেউ কেউ আত্মহননের কথা চেষ্টা করছেন, এর জন্য রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী’।

প্রবীণ আইনজীবীর কথায়, রাজ্যের ভূমিকা আদতে অভিভাভকের মতো। সাংবিধানিকভাবে তাদের যে ভূমিকা পালন করার কথা ছিল, তারা সেটা করেনি। ‘তারা দুর্নীতিটাকেই লালন করতে চেয়েছে। এখানে তো আদালতের কিছু করার নেই’, দাবি করেন তিনি।

Major movement warning after SSC recruitment scam Supreme Court verdict

বিকাশরঞ্জন বলেন, এই ঘটনার মূল দোষী মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীই সগর্বে ঘোষণা করেছেন অবৈধ চাকরি হলেও তিনি টিকিয়ে রাখবেন। সব জানার পরেও যিনি বলেন কারোর চাকরি যাবে না, তাঁকে কী বলা যাবে! তিনিই এক ও একমাত্র দায়ী!

এদিকে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করার পরেই বিকাশরঞ্জনকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার মমতা ও রাজ্য সরকারকে পাল্টা দুষলেন এই প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা। ২৫,৭৫২ জনের চাকরিহারা হওয়ার জন্য রাজ্যকেই দুষেছেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X