Breaking: BJP-কে সমর্থন করতেন বিতান! ছাব্বিশের ভোটে রত্নার বিরুদ্ধে দাঁড়াবেন স্ত্রী সোহিনী? সামনে বড় আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন কলকাতার বিতান অধিকারী (Bitan Adhikary)। বুধবার রাতে তাঁর কফিনবন্দি দেহ নিয়ে শহরে ফেরেন স্ত্রী সোহিনী। বিমানবন্দরেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। এবার সেই সোহিনীকে নিয়েই সামনে আসছে বড় খবর! জানা যাচ্ছে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে দাঁড় করাতে পারে বিজেপি (BJP)। সূত্র মারফৎ এমনটাই জানতে পেরেছে বাংলা হান্ট।

বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন কাশ্মীরে নিহত বিতানের স্ত্রী!

গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় বিতানের কফিনবন্দি দেহ। আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ বিজেপির একাধিক নেতৃত্ব। বিমানবন্দরেই বিতানের ছোট্ট ছেলেকে কোলে তুলে নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। ইতিমধ্যেই তাঁর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন শুভেন্দু।

গতকালই বিতানের স্ত্রী রাজ্যের বিরোধী দলনেতাকে বলেন, ‘আপনারা রয়েছেন বলেই এসেছি। আপনাদের ভরসা করি। আমার স্বামীর খুনিদের শাস্তি চাই’। কাঁদতে কাঁদতে সোহিনী আরও বলেন, ‘বিতান বিজেপিকে সমর্থন করতো। আপনাদের ভরসায় এখানে এসেছি’। সেকথা শুনে বিজেপি বিধায়ক বলেন, ‘রাজনীতির কথা এখানে ছেড়ে দিন। হিন্দু বলে বিতানকে মেরেছে। এর শেষ আমরা দেখে ছাড়ব’। সেই থেকেই শুরু জল্পনা।

আরও পড়ুনঃ ‘এরাই এর আগে সন্ত্রাসবাদকে বাড়িয়েছিল’! কাশ্মীর-কাণ্ডে বিস্ফোরক! কাদের নিশানা করলেন দিলীপ ঘোষ?

বৃহস্পতিবার দুপুরে বিতানের বাড়িতে উপস্থিত হন শুভেন্দু (Suvendu Adhikari)। অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা প্রমুখেরাও তাঁর সঙ্গে ছিলেন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এদিন বিতানের বাড়িতে প্রায় চল্লিশ মিনিট ধরে রুদ্ধদ্বার বৈঠক হয়। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে সেটা জানাননি রাজ্যের বিরোধী দলনেতা। বৈঠকে উপস্থিত রুদ্রনীল, শঙ্কুদেবের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা মুখ খুলতে চাননি।

Bitan Adhikary wife BJP leaders

তবে সূত্র মারফৎ খবর, শুক্রবার বিতানের পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হবে। এরপর কেন্দ্রীয় সরকার সহ যাবতীয় সুবিধা তাঁর পরিবারকে পাইয়ে দেওয়া হবে। পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর বিতানের স্ত্রী সোহিনী (Sohini Adhikary) বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। আগামী বছরের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্রে রত্নার বিরুদ্ধে তাঁকে দাঁড় করানো হতে পারে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

বিজেপির (BJP) আরেকটি মহল আবার মনে করছে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিম আসনেও সোহিনীকে দাঁড় করানো গেলে ভালো হবে। সূত্র মারফৎই এই খবর পাওয়া গিয়েছে। আজ বিতানের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে কী আলোচনা হয়েছে সেই বিষয়ে মুখ খুলতে চায়নি বৈঠকে উপস্থিত বিজেপি নেতৃত্ব। ফলে এই জল্পনা আরও জোরালো হয়েছে। আগামীদিনে সত্যিই বিতানের স্ত্রী বিজেপিতে যোগ দেন কিনা অথবা বেহালার দু’টি আসনের মধ্যে একটিতে তাঁকে টিকিট দেওয়া হয় কিনা সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X