পহেলগাঁও হামলার প্রতিবাদ করায় গম্ভীরকে খুনের হুমকি! গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, রয়েছে জঙ্গি-যোগ?

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁও-তে ভয়াবহ জঙ্গি হামলার প্রতিবাদ করে কড়া নিন্দা জানিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু তারপরেই, খুনের হুমকি পেয়েছিলেন তিনি। এমতাবস্থায়, পুলিশের দ্বারস্থ হয়ে সমগ্র বিষয়টি জানান গম্ভীর। তারপরেই তাঁকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় গুজরাট থেকে গ্রেফতার করা হল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে।

গম্ভীরকে (Gautam Gambhir) খুনের হুমকির ঘটনায় গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া:

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই পড়ুয়ার নাম জিগনেশ সিং পারমার। তবে, এই হুমকির নেপথ্যে জঙ্গিদের কোনও যোগসাজশ রয়েছে কিনা সেই দিকেও তদন্ত করছে পুলিশ। তবে, ওই পড়ুয়ার পরিবারের তরফে দাবি করা হয়েছে যে, জিগনেশ মানসিকভাবে অসুস্থ। যদিও, সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ জিগনেশের কথায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছে বলেও জানা গিয়েছে।

Student arrested for threatening to kill Gautam Gambhir.

ইতিমধ্যেই সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন একটি বিবৃতিতে জানিয়েছেন, “জিগনেশ পারমার একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। পরিবার সূত্রে দাবি করা হয়েছে যে, ওই পড়ুয়া।মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। যদিও, এখনও বিষয়টির তদন্ত চলছে।”

আরও পড়ুন: পহেলগাঁও-তে জঙ্গি হামলার জের! পাকিস্তানে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেনা ভারত

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) দাবি করেছিলেন যে, একটি ইমেলের মাধ্যমে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। আর ওই ইমেইলটি এসেছিল আইসিস কাশ্মীর নামের এক সংগঠনের কাছ থেকে। গম্ভীর আরও জানান, গত ২২ এপ্রিল মোট ২ টি ইমেল পেয়েছিলেন তিনি। যেগুলিতে লেখা ছিল “আই কিল ইউ।” ইতিমধ্যেই ওই ইমেলের কপি এবং এই সংক্রান্ত বিস্তারিত বিবরণ দিল্লি পুলিশের কাছে উপস্থাপিত করেছেন তিনি (Gautam Gambhir)।

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান! এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে শীঘ্রই চালু হচ্ছে মেট্রো, মিলল ছাড়পত্র

এদিকে, দিল্লি পুলিশও এই হুমকি মেলকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। সদ্য ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার আবহে বিজেপির প্রাক্তন সাংসদ এবং বর্তমানে বিজেপির সদস্য গৌতম গম্ভীর (Gautam Gambhir) পুলিশের কাছে নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানিয়েছিলেন। এমতাবস্থায়, তদন্তের মাধ্যমে ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X