বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ! ছাব্বিশের ভোটে তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন? মুখ খুললেন ভিভান ঘোষ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেতা থেকে নেতা হওয়া নতুন কিছু নয়। বাংলা সিনেদুনিয়ার একাধিক তারকা রাজনীতির দুনিয়ার নাম লিখিয়েছেন। ছোটপর্দার বহু অভিনেতা-অভিনেত্রীও তৃণমূল-ঘনিষ্ঠ (Trinamool Congress)। এমনই একজন হলেন ভিভান ঘোষ (Vivaan Ghosh)। উনিশের প্রচার পর্ব থেকে শাসকদলের সঙ্গে যুক্ত তিনি। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়ও তাঁর উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে। ছাব্বিশের বিধানসভা ভোটে কি তৃণমূলের (TMC) হয়ে লড়বেন এই অভিনেতা? একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছেন তিনি।

বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী হবেন ভিভান (Vivaan Ghosh)?

উনিশের প্রচার পর্ব থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। একুশ সালে দেশ বাঁচাও গণ মঞ্চের সঙ্গে থেকেও কাজ করেছেন ভিভান। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন সম্পর্কে তিনি বলেন, ‘দিঘার জগন্নাথ ধাম স্থাপত্য তৈরি হয়েছে। দেখে যা মনে হল, পুরীর জগন্নাথ ধামের চেয়ে আয়তনে অনেক বড়। রাজ্যবাসীর জন্য গর্বের বিষয়। আমি মনে করি, এই মন্দির প্রতিষ্ঠার ফলে ভবিষ্যতে দিঘার পর্যটনে লাভ হওয়ার পাশাপাশি মন্দির ঘিরে বহু ব্যবসা, বাণিজ্য হবে। কর্মসংস্থান বৃদ্ধি পাবে। পুরীর মন্দিরের আশেপাশেও আমরা এই ব্যবসায়িক বিন্যাস দেখেছি। দিঘাতেও তাই হবে’।

দিঘার জগন্নাথ ধামের (Jagannath Temple) অপরূপ সৌন্দর্যের কথা ইতিমধ্যেই মানুষের মুখে মুখ ঘুরছে। সেখানে শ্যুটিং করা যাবে কিনা সেটা এখনও জানা যায়নি। তবে সমস্ত নিয়ম মেনে এই মন্দির ক্যামেরাবন্দি করা গেলে বাংলার পরিচালকরা খুশি হবেন বলে মনে করছেন ভিভান।

আরও পড়ুনঃ দিঘায় আমিষ খাওয়ায় নিষেধাজ্ঞা! দাবি সিপিএমের! লাঞ্চের ছবি শেয়ার করে ‘সত্যি’টা জানালেন কুণাল

জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘পুরীর মন্দিরে শ্যুটিংয়ের কোনও অনুমতি নেই। তবে দিঘার জগন্নাথ ধামে শ্যুট করা যাবে কিনা এখনও জানা নেই। সব রকম নিয়ম পালন করে এই মন্দির ক্যামেরাবন্দি করা গেলে বাংলা সিনেমার পরিচালকরা আনন্দিত হবেন। আমরা আশা করতেই পারি। ব্যক্তিগতভাবে আমি খুশি’।

দিঘার জগন্নাথ মন্দিরের পাশাপাশি এদিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়েও মুখ খোলেন ভিভান। বিগত প্রায় ৬ বছর ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। ছাব্বিশের বিধানসভা ভোটে (Assembly Elections 2026) কি প্রার্থী হিসেবে দেখা যাবে তাঁকে?

Vivaan Ghosh

উত্তরে এই অভিনেতা বলেন, ‘আমি দলের হয়ে কাজ করেছি, আগামীদিনেও করব। কোনও কিছু পাওয়ার আশা না রেখেই কাজ করেছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন, খবর রাখেন। কে কী কাজ করছেন অথবা করছেন না। উনি যা বলবেন আমি করব। এটুকু বলতে পারি, আমি কাজ করতে ভয় পাইনা। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কাজ করতে আমি ভালোবাসি’।

উল্লেখ্য, অভিনয় থেকে রাজনীতির দুনিয়ায় পা রেখেছেন বহু তারকা। চব্বিশের লোকসভা নির্বাচনের সময় হুগলি থেকে প্রার্থী হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার আগে রাজনীতির ময়দানে পদার্পণ করেছেন দেব, সোহম চক্রবর্তী, জুন মালিয়া সহ অনেকে। প্রত্যেকেই তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে জয়লাভ করেছেন। এই তালিকায় কি জুড়বে ভিভানের (Vivaan Ghosh) নাম? সঠিক সময়েই মিলবে সেই উত্তর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X