ভারতীয় রেল দিচ্ছে ৫ লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ! শুধু করতে হবে এই কাজটি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতীয় রেল (Indian Railways) সমগ্র দেশজুড়ে স্টেশনগুলিতে থাকা ডিজিটাল ঘড়িগুলি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায়, রেল এর জন্য একটি জাতীয় প্রতিযোগিতা ঘোষণা করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা ডিজিটাল ঘড়ির নতুন ডিজাইন তৈরি করে ৫ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার জিততে পারবেন। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি।

কী জানিয়েছে রেল (Indian Railways):

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মূলত পেশাদার ব্যক্তি থেকে শুরু করে কলেজ এবং স্কুলের পড়ুয়াদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছে রেল। এই প্রসঙ্গে, ভারতীয় রেল একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, “ভারতীয় রেলওয়ের (Indian Railways) সাথে সময়কে একটি নতুন পরিচয় দিন! জাতীয় ডিজিটাল ঘড়ি ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং ৫ লক্ষ টাকার পুরস্কার জিতে নিন। আপনার এন্ট্রি পাঠান: contest.pr@rb.railnet.gov.in ঠিকানায়”

Indian Railways is giving away a chance to win prize of Rs 5 lakh.

অংশগ্রহণকারীদের ১ মে থেকে ৩১ মে ২০২৫ পর্যন্ত সুযোগ রয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১ মে থেকে ৩১ মে, ২০২৫ পর্যন্ত রেলের জন্য ডিজিটাল ঘড়ির ডিজাইন তৈরির সুযোগ রয়েছে। প্রতিটি বিভাগে ৫০,০০০ টাকা করে সান্ত্বনা পুরস্কারও থাকবে। প্রতিযোগীরা একাধিক ডিজাইন জমা দিতে পারবেন।

আরও পড়ুন: বাংলাদেশে খেলতে যাবে না ভারত? সম্পন্ন হবে না এশিয়া কাপও? সামনে এল বড় আপডেট

কারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে: দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। যেখানে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে স্কুলের আইডি কার্ড থাকতে হবে। এছাড়াও যেকোনও স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি ডিজাইনার, আর্টিস্ট, সাধারণ মানুষ এবং অন্যান্য পেশাদাররাও অংশগ্রহণ করতে পারবেন। রেল প্রতিটি বিভাগ থেকে ডিজাইনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। তবে, ৫ লক্ষ টাকার মূল পুরস্কার শুধুমাত্র সেরা ডিজাইন করা শিল্পীকেই দেওয়া হবে এবং তিনটি বিভাগেই ৫০,০০০ টাকার ৫ টি সান্ত্বনা পুরস্কারও দেওয়া হবে।

আরও পড়ুন: দিঘার মন্দিরে “জগন্নাথ ধাম” শব্দের ব্যবহারে প্রতিবাদে সরব পুরীর ভক্তরা! মুখ্যমন্ত্রীকে দেওয়া হল চিঠি

আর কী জানিয়েছে রেল: এই প্রতিযোগিতা সম্পর্কে, রেল (Indian Railways) জানিয়েছে যে, ওয়াটারমার্ক বা লোগো ছাড়াই হাই রেজোলিউশনের ডিজাইনগুলি ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। এর পাশাপাশি, অংশগ্রহণকারীদের মৌলিকত্বের একটি শংসাপত্রও দিতে হবে। প্রত্যেক অংশগ্রহণকারী একাধিক ডিজাইন জমা দিতে পারবেন। অংশগ্রহণকারীদের তাঁদের ডিজাইন জমা দিতে হবে এবং ডিজাইনের বিষয়বস্তুর ওপর একটি সংক্ষিপ্ত ধারণা জমা দিতে হবে। অংশগ্রহণকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, তাঁদের ডিজাইনটি আসল এবং অন্য কোনও ব্যক্তি বা সত্তার বৌদ্ধিক সম্পত্তি বা কপিরাইট লঙ্ঘন করে না।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X