বাংলাহান্ট ডেস্ক : আবারও চর্চায় বলিউড ইন্ডাস্ট্রি। বছর পাঁচেক আগে বলিউডের কঙ্কালসার দশা বেরিয়ে পড়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেন ইরফান খান পুত্র বাবিল খান (Babil Khan)। অনন্যা পাণ্ডে, সিদ্ধান্তদের বিরুদ্ধে মুখ খুলতে দেখা তাঁকে। ভিডিও বার্তায় হাউহাউ করে কাঁদতে দেখা গিয়েছিল বাবিলকে। পরবর্তীতে অবশ্য সবটাই হঠাৎ করে মুছে দেন ইরফান সুত্র। এবার তাঁর বক্তব্যের উত্তরে মুখ খুললেন ‘দাগি’ তারকারা।
বাবিলের (Babil Khan) পোস্ট নিয়ে মুখ খুললেন সিদ্ধান্ত
বাবিলের (Babil Khan) পোস্টের পরপরই সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে ওঠে। তিনি ঠিক কী বলতে চেয়েছেন তা বোঝেননি অনেকেই। এদিকে বাবিলের টিমের তরফে তড়িঘড়ি বার্তা দেওয়া হয়, অনেকে ভুল বুঝছেন। যাঁদের নাম বাবিল (Babil Khan) নিয়েছেন, তাঁরা নাকি সবসময় তাঁর পাশে থেকেছেন। তারপরেই নেট পাড়ায় সরব হলেন সিদ্ধান্ত।
কী লিখলেন সিদ্ধান্ত: সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্ত লেখেন, ‘সহকর্মীদের নিয়ে সাধারণত লেখালেখিও আমি জড়াই না। কিন্তু এই বিষয়টি খুব ব্যক্তিগত। এর মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, তাদের তিনি এবার থামার জন্য আর্জি জানিয়েছেন সিদ্ধান্ত। তিনি আরো বলেন, এই ঘটনায় নাটকীয়তা খোঁজা এবার বন্ধ হওয়া উচিত। সিনেমায় পর্দায় নাটকীয়তা তুলে ধরতে তাঁরা প্রচুর পরিমাণে পরিশ্রম করেন।
আরো পড়ুন : ‘আপনারা দাঙ্গা করেন আর গালাগালি খাই আমি’, কাদের নিশানা করলেন মমতা?
কী হয়েছে ইরফান পুত্রের: এখানেই না থেমে সিদ্ধান্ত আরো লেখেন, সেখানেও হয়তো এখন খামতি রয়ে গিয়েছে। সেই কারণেই হয়তো তাঁদের খামতি পারেন। অন্যদিকে অনন্যা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন, ‘বাবিল (Babil Khan) তোমার জন্য শুধুই ভালোবাসা এবং ইতিবাচক অনুভূতি। সবসময় তোমার পাশে আছি’। কিন্তু ঠিক কী হয়েছিল ইরফান পুত্রের সঙ্গে?
মাঝে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়ার পর আবার কামব্যাক করেছেন বাবিল। নেটিজেনদের অনেকেই অবশ্য তাঁকে পরামর্শ দিয়েছেন, চাপের কাছে মাথা নত না করতে। নতুন প্রজন্মের অন্যান্য বলিউড তারকাদের তুলনায় তিনি অনেক বেশি প্রতিভাবান।